সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর নেতৃবৃন্দ চীনের কৃষি উত্পাদনের উত্কৃষ্টতা বাড়ানো এবং খাদ্যদ্রব্য নিরাপদে প্রক্রিয়াকরণ নিয়ে আলোচনা করেছেন । আলোচনা সভায় পার্টির সাধারণ সম্পাদক হু চিন থাও জোর দিয়ে বলেছেন , বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের ব্যাপক দায়িত্বশীল মনোবল পোষণ করে কৃষি উত্পাদনের উত্কৃষ্টতা বাড়ানো ও খাদ্যদ্রব্য নিরাপদে প্রক্রিয়াকরণের ওপর গুরুত্ব দিতে হবে এবং জনসাধারণের মৌলিক স্বার্থ সুরক্ষা করতে হবে ।
হু চিন থাও বলেছেন , ১.৩ বিলিয়ন লোকের খাদ্য সমস্যা নিষ্পত্তি করা , কৃষি উত্পাদনের ফলপ্রসূতা ও কৃষকদের আয় বাড়ানোর জন্য কৃষকদের উত্পাদনের উত্কৃষ্টতা বাস্তবায়নের পদক্ষেপ দ্রুততর করতে হবে । এর পাশাপাশি খাদ্য নিরাপদে প্রক্রিয়াকরণের ওপরও মনোযোগ দিতে হবে ।
হু চিন থাও বিভিন্ন অঞ্চলের প্রতি দূষণমুক্ত ও উত্কৃষ্ট কৃষি দ্রব্যের উত্পাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ।
|