চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ২৫ এপ্রিল বলেছেন , বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান বা যোগদানের আবেদন করার যোগ্যতা তাইওয়ানের নেই ।
সম্প্রতি তাইওয়ান নামে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্তর্ভুক্ত করার জন্য তাইওয়ান কর্তৃপক্ষের নেতা ছেন সুই পিয়ান এই সংস্থার মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন । জানা গেছে , এই সংস্থার সচিবালয় এই চিঠি প্রত্যাখ্যান করেছে ।
মুখপাত্র বলেছেন , বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের এমন একটি বিশেষ সংস্থা , এই সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার অধিকার শুধু সার্বভৌম দেশগুলোর আছে । এই সংস্থার সংগঠনিক আইন অনুযায়ী , এই সংস্থায় যোগদান বা যোগদানের আবেদন করার যোগ্যতা তাইওয়ানের নেই । বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচিবালয় যে সংশ্লিষ্ট চিঠি প্রত্যাখ্যান করেছে , তা এই সাংগঠনিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । তাইওয়ান কর্তৃপক্ষ স্বাস্থ্য বিষয়কে কাজে লাগিয়ে যে স্বাধীন তাইওয়ান অপপ্রয়াসী প্রচেষ্টা চালাচ্ছে , তা ব্যর্থ হতে বাধ্য ।
|