v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 21:35:15    
সন্তান-সন্ততির সংগে আদান প্রদান কঠিন নয়

cri
 মনোবিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আবিস্কার করেছেন যে , ১২ বছরের কম বয়সী বাচ্চারা তাদের বাবা মার সংগে কথাবার্তা বলতে আগ্রহী, যাতে তাদের মনের ভাব প্রকাশ করা যায় । তবু বয়স বেড়ে যাওয়ার সংগে সংগে বাবা মার সংগে তাদের কথাবার্তার সংখ্যা আর সময় ক্রমশঃই কমে যায় । বাচ্চাদের সংগে কেমন করে আদান প্রদান করা যায় আর কেমন করে তাদেরকে বাবা মার কথা শুনতে উদ্বুদ্ধ করা যায় ? এই সম্পর্কে বিশেষজ্ঞরা নিম্নলিখিত কয়েকটি প্রস্তাবপেশ করেছেন ।

 'শুনার পরিবেশ' সৃষ্টি করুন । দশ-বারো বছর বয়সী বাচ্চাদের বসে একাগ্রচিত্তে কথাবার্তা বলতে দেয়া খুব সহজ নয়। সেজন্য এক ধরনের পরিবেশ সৃষ্টি করতে হয় । বাচ্চাদের সংগে আদান প্রদানের জন্য এক প্রকার বিশেষ সময় বজায় রাখা উচিত । সাধারণতঃ বলতে গেলে সন্ধ্যা বেলার খাবার সময় বাচ্চাদের সংগে সুন্দর ঘরোয়া সময় ভাগাভাগি করার একটি চমত্কার সুযোগ । কিন্তু বাস্তবে তার উপর গুরুত্ব দেয়া হয় নি । বাবা মা বাচ্চাদের কথা আর গল্পের প্রতি কৌতুল প্রকাশ করলে , বাচ্চারা এক রকম মর্যাদা পাওয়ার গৌরব অনুভব করবে ।

 বাচ্চাদের সংগে সমানভাবে কথাবার্তা বলার পদ্ধতি গ্রহণ করুণ । বাবা মা হিসেবে কাজে যতই ব্যস্ত থাকুক না কেন , বাচ্চারা যে কি কি করছে আর ভাবছে , তার উপর নজর রাখা এবং তাদের সংগে কথাবার্তা বলা দরকার । কথাবার্তার সময়ে তাদের কথা ও ভাবনা বেশী শুনতে হয় । বিশেষ করে বাবা হিসেবে বাচ্চার সংগে এই ধরনের আদান প্রদান অসাবধানে বাদ দেয়া যায় । তবু সমানভাবে কথাবার্তা আর আদান প্রদানের পদ্ধতি অবলম্বন করলে বাচ্চাদের সংগে তথাকথিত 'সংঘর্ষ' এড়ানো যায় ।

 উপদেষ্টার ভুমিকা গ্রহণ করুণ । বাবা মা বাচ্চাদের জন্য যে প্রস্তাব এমন কি ইতিবাচক পরামর্শ দেন , তারা তা অগ্রাহ্যও করতে পারে । আসলে তারা উপদেষ্টা আর সমর্থক চায় । বাচ্চারা ভুল করলে বাবা মাকে তত্ক্ষনাত তাদের সমালোচনা করতে হয় না , বরং তাদের ভুল করার কারণ জানিয়ে দিতে হয় । বাচ্চারা সাধারণতঃ মনে করে , তারা সমস্যা সমাধান করতে সক্ষম ।

 বাচ্চাকে একটি ব্যক্তিগত অবকাশ আর স্বাধীনতা দিন । বাচ্চারা বাবা মা তাদের জীবনযাত্রা পুরোপুরি নিয়ন্ত্রন করবেন , এ আশা করে না । বাচ্চাদের ব্যক্তিগত ব্যাপারে অতিরিক্ত হস্তক্ষেপ করলে তাদের বিরোধীতা ও অসন্তুষ্টি সৃষ্টিহতে পারে । যেমন তারা অযৌক্তিভাবে বাবা মার প্রশ্নের উত্তর দেয় না , আপনার সংগে বাইরে বেড়াতে অস্বীকার করে আর একটানা কয়েক দিনের মধ্যে আপনার সংগে কথা বলে না । বহু বাবা মা এই সত্যতা জানেন না । বাচ্চারা আপনাকে এড়ালে উভয় পক্ষের মত পাথর্ক্য অবশ্যই আরো ব্যাপক হবে ।

    যে কথা বলার অসুবিধা আছে , তা লেখা যায় । বিশেষজ্ঞরা   প্রস্তাব করেন যে , যে সব কথা বাচ্চারা শুনতে চায় না, সে সব কথা লিখে দেয়া যায় । আপনার যুক্তি দেখে বাচ্চারা মাথা ঠান্ডা হলে তা বিবেচনা করতে ইচ্ছুক হবে। যখন আপনার পরামর্শ ও উপদেশে কাজ হয় , তখন সমস্যা সমাধানের সম্ভাবনাও বেড়ে যাবে ।

    'যুক্ত ফ্রন্ট' গড়ে তুলুন । সাধারণতঃ বাচ্চাদের সামনে বাবা মা যার যার মত প্রকাশ করে থাকেন । বাচ্চারা বাবার কথা মানে । কিন্তু বড় হলে বাচ্চারা এই ধরনের পদ্ধতি পছন্দ করে না । সুতরাং সবচাইতে ভাল পদ্ধতি হলোঃ বাচ্চাদের সামনে বাবা মার মতভেদ দেখানো উচিত নয় , মতৈক্য বজায় রাখা উচিত । এ থেকে প্রতিপন্ন হয় যে , সংকট শেষ , বাবা মা পরস্পরকে সমর্থন করেন ।

    বাচ্চাদের সংগে মিলিতভাবে তৃপ্তি ও আনন্দ ভাগাভাগি করুণ ।

    বিশেষজ্ঞরা মনে করেন যে , বাচ্চাদের যৌবনকাল যেমন মনের অন্তরায় কাটিয়ে উঠা , তেমনি বাচ্চাদের সংগে আপনার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার একটি প্রক্রিয়া । এটা নিজের চিন্তাধারা খোলার চাবি । আপনি এই ভুমিকায় প্রবেশ করলে একটি নতুন সাফল্য ও তৃপ্তি বোধ করবেন ।