v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 20:52:54    
চিঠির সারংশ

cri
    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা পলাশ সাহা তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন ছাত্র।রেডিও শোনা আমার একটি শখ। আমার বড় ভাইয়ের প্রভাবে সপ্তম শ্রেণী থেকে আমি সি আর আইএর প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। পড়াশুনার ফাঁকে ফাঁকে আমি আপনাদের অনুষ্ঠান শুনি। মুখোমুখি , মিতালি, চলুন বেড়িয়ে আসি আমার কাছে সবচেয়ে প্রিয়। তা ছাড়া, আমি সক্রিয়ভাবে সি আর আইএর আয়োজিত প্রত্যেক বার জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেই। নিয়মিত আপনাদের কাছে চিঠিও পাঠাই। আমি মাঝে মাঝে আমার চিঠিতে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে প্রস্তাবও উত্থাপন করি। আমার বিশ্বাস, সি আর আইএর বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে। সি আর আইএর বাংলা অনুষ্ঠানও শ্রোতাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠানে পরিণত হবে। বন্ধু পলাশ সাহা ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রশংসা করার জন্য। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা। আমরা প্রায়ই আপনার কাছ থেতে চিঠি পেয়ে থাকি। আপনার মতো এক জন শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনলেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোন মতামত থাকে তাহলে চিঠি লিখে জানাবেন। কারণ বাংলা অনুষ্ঠান আপনার অনুষ্ঠান । আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।

    নরসিংদী জেলার শ্রোতা সুমন মিয়া তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা। নিয়মিত আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। সি আর আইএর বাংলা অনুষ্ঠান শোনার পাশাপাশি আমি অন্যান্য রেডিওও শুনে থাকি। কিন্তু আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল সি আর আরএর প্রচারিত বাংলা অনুষ্ঠান । কেনন, চীন আমার প্রিয় দেশ। আমি চীনদেশ ভালভাসি। চীন সম্পর্কে জানতে আমার খুব আগ্রহ আছে। আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক জেনে ফেলেছি। তা ছাড়া, অন্যান্য বিদেশী বেতারের বাংলা অনুষ্ঠানের উপস্থাপকরা সবই বাংলা ভাষী কমর্চারি । কিন্তু সি আর আইএর বাংলা অনুষ্ঠানের উপস্থাপক চীনা কমর্চারি। সুতরাং আপনাদের উপস্থাপিত অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে। আপনারা এত কষ্ট করে আমাদের বাংলা ভাষা শিখেছেন। আমরা খুব গর্ব বোধ করি। আমার মনে হয় অনেক শ্রোতাও মামার একই মত। আমি আশা করি, সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে। অনুষ্ঠানের বিষয়বস্তু আরও বিচিত্রময় হবে। প্রিয় বন্ধু, ধন্যবাদ । আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। এরং সঙ্গে সঙ্গে আমাদের অনুরোধ এই যে, আপনার নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত বা প্রস্তাব থাকলে আমাদের চিঠি লিখে জানাতে ইতস্তত: করবেন না। কারন আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য শ্রোতাদের পরামর্শ খুবই দরকার। নইলে আমাদের অনুষ্ঠানের উন্নতি অসম্ভব। আশা করি, আগের মতো ভবিষ্যতেও নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।

    চট্টগ্রামের শ্রোতা রনি সাহা জনি তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই-এর প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার ভাল লাগে। সময় পেলে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি । আমি আপনাদের প্রচারিত চীনা সংগীত পছন্দ করি। কারন আমি গান গাইতে পছন্দ করি। তা ছাড়া, প্রত্যেক বুধবারের মুখোমুখি ও প্রত্যেক শনিবারের মিতালি আমাদের কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি এ দু'টো অনুষ্ঠানকে শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান বলে মনে করি। মুখোমুখি অনুষ্ঠান থেকে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। ছোটবেলা থেকে আমি চীন সম্পর্কে জানতে আগ্রহী। আমার একটি অনুরোধ আছে। এখন পযর্ন্ত আমি চলতি বছরের ' আমি তুমি সে ' পত্রিকা পাইনি। দয়া করি আমাকে এই পত্রিকা পাঠাবেন। এই পত্রিকা পড়তে আমার ভাল লাগে। রনি সাহা জনি বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার জন্যে। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চলতি বছরের প্রথম সংখ্যা ' আমি তুমি সে ' পত্রিকা শীঘ্রই বের হবে। যখন এ পত্রিকা বের হয় তখন আমি আপনাকে পাঠাবো। আমাদের এই পত্রিকা সম্পর্কে যদি আপনার কোন মতামত থাখে তাহলে চিঠি লিখে জানাবেন। এই পত্রিকার মান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরার্মশ দরকার।

    গোপালগন্ঞ্জ জেলার শ্রোতা লোকমান হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি একজন দশম শ্রেণীর ছাত্র। রেডিও শোনা আমার একটি শখ। যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করি তখন আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠান শুনি। আমি আপনাদের সকল অনুষ্ঠান পছন্দ করি। বিশেষ করে 'মুখোমুখি, মিতালী, চলুন বেড়িয়ে আসি, গেল সপ্তাহ' আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আপনাদের উপস্থাপিত অনুষ্ঠান শুনতে খুব মজা লাগে। বাংলা বিভাগের কয়েক জন মেয়ের কন্ঠ খুব মিষ্টি । যদিও মাঝে মাঝে তাদের উচ্ছারণে কিছুটা অসুবিধা আছে, তবু শুনতে ভাল লাগে। আমার মনে হয় যদি তারা বাংলাদেশে কয়েক মাস প্রশিক্ষণের সুযোগ পেতে পারলে তাহলে তারা অনেক উন্নতি পাবেন ।