২৪ এপ্রিল পেইচিংয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সঙ্গে যথাক্রমে বৃটেনের উপপররাষ্ট্রমন্ত্রজন প্রেসকট এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম চাং সু সাক্ষাত করেছেন ।
প্রেসকটের সঙ্গে সাক্ষাতের সময় ওয়েন চিয়াপাও আশা করেছেন যে , চীন এবং বৃটেন পারস্পরিক রাজনৈতিক আস্থাকে আরও জোরদার করবে , গুরুত্বপূর্ণ বিষয়ে দুপক্ষের সহযোগিতাকে আরও গভীরে নিয়ে যাবে , গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিকবিষয়ে দুপক্ষের যোগাযোগ ও সমন্বয়কে নিবিড় করবে এবং চীন-বৃটেন সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে তরান্বিত করার প্রচেষ্টা চালাবে ।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম চাং সুর সঙ্গে সাক্ষাতের সময় ওয়েন চিয়াপাও বলেছেন , গত কয়েক বছরে চীন ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সহযোগিতার সু প্রবনতা দেখা দিয়েছে । এটা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক হবে ।
|