v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 20:36:24    
ইয়াও জাতির স্বচ্ছল জীবনযাপন

cri

    পাই খু ইয়াও চীনের অন্যতম সংখ্যালঘু জাতি ইয়াও জাতির একটি শাখা । সাদা রঙের পাজামা পরতে পছন্দ করেন বলে তাদেরকে এই নাম দেয়া হয়েছে । দীর্ঘকাল ধরে তারা প্রধাণতঃ দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশ , কুইচৌ প্রদেশ ও কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পাবর্ত্য এলাকাগুলোতে বাস করেন । পাবর্ত্য এলাকার দারুণ পরিবেশের জন্য তাদের জীবনযাপন ও উত্পাদনের অবস্থা অত্যন্ত পিছিয়ে ছিল । তবে গত কয়েক বছরে পাই খু ইয়াও জাতির লোকেরা স্বজাতির সাংস্কৃতিক সম্পদ কাজে লাগিয়ে জাতীয় শিল্প উন্নয়ন করায় তাদের জীবনযাপন স্বচ্ছল হয়ে উঠেছে ।

    আজ এই অনুষ্ঠানে পাই খু ইয়াও জাতির অধিবাসী লি শাও সেন ও তার পরিবারের স্বচ্ছলতা সম্পর্কে আপনাদের কিচুও বলছি আমি… একটি শনিবার । কুয়াংশি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লি হু ইয়াও জাতি অধ্যুষিত থানার গ্রামবাসী লি শাউ সেন ও তার পরিবারের সদস্যরা খুব সকালে উঠলেন । তিনি বাজারে পরিবারের বোনা ও রঙ করা সূতী কাপড় বিক্রি করার জন্য রওয়ানা হচ্ছিলেন । তার স্ত্রী ও মেয়ে কাপড় রঙ করার কাজে ব্যস্ত ছিল । মোম ব্যবহার করে কাপড়ে রঙ করা পাই খু ইয়াও জাতির একটি ঐতিহ্যিক কৌশল । এই কৌশল কাজে লাগিয়ে যে কাপড়ে রঙ করা হয় , তার উপরে নানা রকম ডিজাইন করা যায় । লি সাহেবের বাসার কাপড়ে রঙ করা কক্ষে রঙ করা বিচিত্র কাপড় স্তূপীকৃত রয়েছে । প্রগাঢ় লীল রঙের কাপড়ে সাদা রঙের সূক্ষ্ম ডিজাইন দেখা যায় । লি শাও সেনের ১৬ বছর বয়স্ক মেয়ে লি ইয়ান চেন ক্লাসের অবসরে বাবা মা'র কাছ থেকে মোম ব্যবহার করে কাপড়ে রঙ করার কৌশল শিখেছে । মেয়েটি সংবাদদাতাকে রঙ করা কাপড় দেখালেন এবং এ ক্ষেত্রের কৌশলে বর্ণনা করতে লাগলেন ।

     কাপড়ে রঙের কাজ সম্পন্ন করার জন্য তিনবার রঙ করা প্রয়োজন । কাপড় নীল রঙ করার পর বিক্রি করা যাবে । চীন সরকারের পশ্চিমাংশের উন্নয়ন নীতি চালু হবার পাশাপাশি কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলসহ পশ্চিম চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতির প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে পর্যটন শিল্প উন্নয়ন করা হয়েছে । পাই খু ইয়াও জাতির জাতীয় জামা-পোষাক অধিক থেকে অধিকতর পর্যটকদের কদর পেয়েছে । পাই খু ইয়াও জাতি বসবাসকারী এলাকায় ভ্রমণে আসা বহু পর্যটকরা স্থানীয় বৈশিষ্ট্যসম্পন্ন মোম ব্যবহার করে রঙ করা কাপড় ও জামা-পোষাক কিনে থাকেন । লি শাও সেনের বাড়িতে কাপড়ে রঙ করা কৌশল ভাল । তাদের কাপড় রঙবেরঙের এবং তা বেশি সময় ব্যবহার করা যায় । সুতরাং বেশির ভাগ পর্যটক তাদের কাপড় কিনতে পছন্দ করেন । ফলে লি শাও সেনের পরিবারের মোম ব্যবহার করে রঙ করার কাপড় এই অঞ্চলে সুবিদিত । লি শাও সেন ও তার পরিবার পরিজন অধিক থেকে অধিকতর স্বচ্ছল হয়ে উঠছে । পার্বত্য এলাকায় বাস করার দরুণ পাই খু ইয়াও জাতির অধিকাংশ লোকেরা ঐতিহ্যিকভাবে কৃষি কাজ এবং পশু পালনবৃত্তিতে নিয়োজিত থাকতেন । পাবর্ত্য এলাকায় কৃষি জমি ও পানির অভাব । তারা কষ্টে জীবনযাপন করতেন ।

     চীনের পাই খু ইয়াও জাতির জনসংখ্যা প্রায় ৩০ হাজার । লি শাও সেন বাস করেন সেই লি হু ইয়াও জাতি অধ্যুষিত থানায় । সেখানে বসবাসকারী পাই খু ইয়াও জাতির অধিবাসীদের সংখ্যা তার মোট সংখ্যার অর্ধেক । আগে পাই খু ইয়াও জাতির অন্যান্য লোকদের মতোই লি শাও সেন ও তার পরিবার পরিজনও চাষাবাদ করতেন । পরে থানায় পর্যটন পরিসেবা শুরু হয় । লি শাও সেন লক্ষ্য করেন যে , পাই খু ইয়াও জাতির মোম ব্যবহার করে রঙ করা কাপড় বাজারে খুব ভালভাবে বিক্রি করা হতো । তখন থেকে তিনি নিজের কাপড়ে রঙ করার কৌশল কাজে লাগিয়ে কাপড়ের ব্যবসা চালিয়ে আসছেন । ফলে তিনি শীঘ্রই স্বচ্ছল হয়ে উঠেছেন । তিনি বলেছেন , আগে শুধুমাত্র চাষাবাদে নিয়োজিত থাকার জন্য তার বার্ষিক আয় মাত্র দু' তিন হাজার ইউয়ান ছিল । স্বচ্ছলতার কোন সম্ভাবনা ছিল না । পরে তিনি কাজারে একবার বাণিজ্যিক জরীপ চালিয়েছেন । এতে তিনি লক্ষ্য করেছেন , কাপড়ের ব্যবসা খুব ভাল । সুতরাং তিনি কাপড়ের ব্যবসা চালাবার সিদ্ধান্ত নেন। লি শাও সেন বলেছেন , কাপড়ের ব্যবসা চালাবার পর তার পরিবারের আয় আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে । মাঝে মাঝে মাসে তার দু' তিন হাজার ইউয়ান আয় হয় । লি শাও সেনের আগে গ্রামের কেউই কাপড়ে রঙ করার ব্যবসা করেন নি । যখন তিনি এই ব্যবসা শুরু করলেন , তখন তার রঙ করার কাপড় বাজারে বেশি বিক্রি করা হতো না । পরে কাপড়ে রঙ করার কৌশল শেখার জন্য তার স্ত্রী নিকটবর্তী থানার একজন মাস্টারের কাছে গেলেন । ফলে তার কাপড়ে রঙ করার কৌশল অনেক উন্নত হয়েছে । তিনি আশেপাশের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেছেন এবং বাজারের চাহিদার ব্যাপারে জরীপ চালিয়েছেন । এখন লি শাও সেন ভিন্ন গ্রামের ভিন্ন চাহিদা অনুসারে কাপড় সরবরাহ করে থাকেন ।

     লি শাও সেন গ্রামের এমন একজন লোকে পরিণত হয়েছে , যিনি সবচেয়ে আগে সচ্ছল হয়েছেন । তিন বছর আগে তার বাড়িতে বাগানসহ দু'তলা বিশিষ্ট একটি বাস ভবন নির্মিত হয়েছে । তিনি মালবাহী একটি ট্রাকও কিনেছেন । এতে লি শাও সেন সন্তুষ্ট হন নি । তিনি বলেছেন , এখন বাজারে প্রতিদ্বন্দ্বিতা বেশি । অধিক থেকে অধিকতর লোক ব্যবসায় ঝাঁপিয়ে পড়েছেন । সুতরাং বাজারের প্রাধাণ্য লাভের জন্য নিরন্তরভাবে নতুন ধরনের কাপড় সরবরাহ করতে হবে । তার স্ত্রীর পরিচালনায় তার দুই মেয়ে বাড়িতে কাপড়ে রঙ করার কৌশল শিখছে । তারা মোম ব্যবহার করে কাপড়ে বেশ কয়েকটি রঙের কাজ অনুশীলন করছে । লি শাও সেনের ছেলে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ছে । সে বিশ্ববিদ্যালয়ে কাপড়ে রঙ করার বিষয় শিখতে চায় । পাই খু ইয়াও জাতির ঐতিহ্যিক পোষাক বিক্রির ব্যবসা বাড়ানোর জন্য লি শাও সেন অন্যান্য প্রদেশে দোকান খোলার কথা বিবেচনা করছেন । তিনি বলেন , কয়েক বছর পর ব্যবসা আরো সম্প্রসারণের জন্য তিনি সম্ভবতঃ বিদেশেও যাবেন । স্থানীয় একজন কর্মকর্তা বলেন , এখন পাই খু ইয়াও জাতির বেশির ভাগ লোক বাইরে ব্যবসা করছেন । ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে । বর্তমানে বছরে পাই খু ইয়াও জাতির লোকদের মাথাপিছু আয় ২ হাজার ইউয়ানেরও বেশি হয়েছে ।