হংকংয়ের বাণিজ্য উন্নয়ন ব্যুরো ও জামার্নীর একটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রথম এশিয় ক্রীড়া পন্য প্রদশর্নী আগামী ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হংকংয়ের এশিয় আন্তর্জাতিক প্রদশর্নী ভবনে অনুষ্ঠিত হবে ।
জানা গেছে , চীনের মূলভূভাগ , দক্ষিণ কোরিয়া , তাইওয়ান , হংকং , পাকিস্তান ও ভিয়েতনামের ব্যবসায়ীরা এই প্রদশর্নীতে অংশ নেবেন । প্রদশর্নীতে বিভিন্ন বল খেলার সরঞ্জাম , গলফ খেলার সরঞ্জাম ও অন্যান্য ব্যায়ামের সরঞ্জাম প্রদর্শীত হবে ।
বিশ্বের অন্যতম ক্রীড়া পন্য সরবরাহকারী শহর হিসেবে গত বছর হংকংয়ের ক্রীড়া পন্যের রপ্তানি পরিমান ছিল ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার । ২০০৮ সালে পেইচিংয়ে ওলিম্পিক গেমস , ২০০৯ সালে হংকংয়ে পূর্ব এশিয় গেমস আর ২০১১ সালে সেনচেনে বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর গেমস অনুষ্ঠিত হবে । সেই জন্য ক্রীড়া পন্যের বিক্রি দ্রুত বাড়বে ।
সাওলিং কংফু হোনান প্রদেশের অবস্তুগত উত্তরাধিকারের অন্তর্ভুক্ত হয়েছে
মধ্য চীনের হোনান প্রদেশের সাংস্কৃতিক বিভাগ থেকে জানা গেছে , এ প্রদেশের প্রথম কিস্তির ১৪৮টি অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের নামের তালিকা নির্ধারন করা হয়েছে । সাও লিং কংফু এই তালিকাভুক্ত হয়েছে ।
চীনের সাওলিং কংফুর উত্পত্তি স্থল হলো হোনান প্রদেশের সুন পাহাড় । সুন পাহাড় চীনের পাঁচটি বিখ্যাত পাহাড়ের মধ্যে অন্যতম । দেড় হাজার বছর আগে সুন পাহাড়ের সাওলিং মন্দিরে সাওলিং কংফুর উত্পত্তি হয় ।
জানা গেছে , হোনান প্রাদেশিক সরকার প্রতি দু বছর পর পর প্রাদেশিক পর্যায়ের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকা ঘোষনা করে । যে সব উত্তরাধিকার তালিকাভুক্ত হয় , সেগুলোকে রক্ষার জন্য সরকার সাহায্য দেবে ।
পেইচিংয়ের ৭০ শতাংশ পার্কে নাগরিকরা বিনা টিকিটে বেড়াতে পারেন
পেইচিং শহরের পার্ক বিভাগ থেকে জানা গেছে , পেইচিংয়ের নাগরিকরা ৭০ শতাংশ পার্কে বিনা টিকিটে বেড়াতে পারেন । বতর্মানে পেইচিংয়ে মোট ১২২টি পার্ক নাগরিকদের জন্য মুক্ত করা হয়েছে । এটা নিবন্ধিত পার্কগুলোর মোট সংখ্যার ৭১ শতাংশ ।
পার্ক বিভাগের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , পরবর্তীকালে পেইচিয়ের উপকন্ঠে আরো দশটি বড় পার্ক নির্মিত হবে , এগুলোর মোট আয়তন হবে এক হাজার সাত শ' ৫০ একর । এ দশটি পার্কেও নাগরিকরা বিনা টিকিটে বেড়াতে পারবেন ।
|