v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 20:18:30    
আবাসিক এলাকার নেট সংস্কৃতি জনপ্রিয় হচ্ছে

cri
    ইন্টারনেটের দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে চীনের বড় বড় শহরগুলোতে আবাসিক ওয়েবসাইট দেখা দিয়েছে । এই ওয়েবসাইট একটি বা কয়েকটি আবাসিক অঞ্চলের বাসিন্দাদের সেবা করে । বাসিন্দারা ইন্টারনেটে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন এবং অন্যদের সঙ্গে মতবিনিময় করেন । তারা ইন্টারনেটে জিনিসপত্র কিনতে পারেন , বিনোদনের তথ্য বিনিময় করতে পারেন এবং স্বেচ্ছাসেবক সংগ্রহ করেন। এ সব তত্পরতার মাধ্যমে তারা নিজের জীবনকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেন ।

    গত দু বছরে চীন আন্তর্জাতিক বেতারের অফিস ভবনের পাশে ' ইউয়েন ইয়ান সান সুই ' নামে একটি আবাসিক এলাকা নির্মিত হয়েছে । এ আবাসিক এলাকার মোট আয়তন প্রায়১৫ লাখ বর্গমিটার । প্রায় ৪০ হাজার পরিবার এ আবাসিক এলাকায় বাস করেন । ২০০৪ সালে অর্থাত্ প্রথম কিস্তির বাসিন্দারা এ আবাসিক এলাকায় আসার আগেই ' বিবিএস.এমওয়াইএসএস.সিএন ' নামে একজন বাসিন্দা ফোরামের ওয়েবসাইট ইন্টারনেট নিবন্ধন করেছেন । এখন এ ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি , তাদের মধ্যে বেশির ভাগই ইউয়েন ইয়ান সানসুই আবাসিক এলাকার বাসিন্দা ।

    এ ওয়েবসাইটের নেট নাগরিকদের নিজের নেট নাম । নেট নাগরিকদের মধ্যে প্রতি বিল্ডিংয়ে এক থেকে তিনজন বিল্ডিং নেট প্রধান আছেন , তারা নিজ বিল্ডিংয়ের নেট পৃষ্ঠা তৈরী করেন । ' সিসানহাওসুই ' হলেন এ আবাসিক এলাকার ৭ নম্বর বিল্ডিংয়ের নেট প্রধান । তিনি এ বাসিন্দা ফোরাম সম্পর্কে বলেছেন , এ বাসিন্দা ফোরাম আবাসিক এলাকাটিতে থাকা বাসিন্দাদের ইন্টারনেটে মতবিনিময়ের একটি প্ল্যাটফর্মতৈরী করে দিয়েছে । ইন্টারনেটে নেট নাগরিকরা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন । তারা হয়ত পরিচিত নন , তবে ইন্টারনেটে মন খুলে মত বিনিময় করেন এবং পরস্পরের সুযোগসুবিধার সৃষ্টি করেন । অনেক নেট নাগরিক এ ওয়েবসাইটের মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু পেয়েছেন ।

    গত শতাব্দীর সত্তর ও আশির দশকে চীনারা বড় বড় দালানে থাকতেন না , তারা পুরনো একতলা বাড়ীতে থাকতেন । প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল । এক পরিবারে রাতে কোনো রোগী হাসপাতালে যেতে চাইলে প্রতিবেশীরা উঠে সাহায্য করতেন । একই ধরনের সুসম্পর্কের কথা আজকের অনেকই স্মরণ করেন । তারা বলেন , দূর সম্পর্কের আত্মীয়ের চেয়ে কাছের প্রতিবেশীই বেশি ঘনিষ্ঠ । কিন্তু চীনে সংস্কার অভিযান চালানো পর শহরে একতলা বাড়ী অনেক কমেছে । এ সব একতলার জায়গায় আকাশ ছোঁয়া অট্টালিকা নির্মিত হয়েছে । বেশির ভাগ নাগরিক এখন বড় বড় অট্টালিকার ফ্ল্যাটে থাকেন । ফ্ল্যাটে থাকা বাসিন্দাদের মধ্যে সম্পর্ক আগের একতলা বাড়ীর সম্পর্কের চেয়ে একেবারে ভিন্ন । একই অট্টালিকার বাসিন্দারা হয়তো এক সপ্তাহ বা এক মাসও একে অপরকে দেখেন না , দু এক বছর থাকার পরও জানেন না প্রতিবেশীর নাম কি । এ ধরনের অবস্থা পেইচিংয়ের অনেক আবাসিক এলাকায় বিদ্যমান রয়েছে ।

    গত শতাব্দীর নব্বইয়ে দশক থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোক চীনের রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র পেইচিংয়ে আসেন । পেইচিং এক বড় অভিবাসী শহরে পরিণত হয়েছে । এক একটি নতুন আবাসিক এলাকা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে নেট নাগরিকরা অতীতকালের প্রতিবেশীর সুসম্পর্ক পুনপ্রতিষ্ঠার জন্য আবাসিক ওয়েবসাইট প্রতিষ্ঠা করন ।

    ' আকুনামোথাথা' হলো ইউয়েনইয়ানসানসুই আবাসিক এলাকার একজন বাসিন্দার নেট নাম । তার তৈরী নেট পৃষ্ঠা পরিদর্শন নেট নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশী । তিনি বলেছেন , আমি ফুটবল পছন্দ করি । তাই বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সময় আমি নেট ফোরামে ফুটবল প্রতিযোগিতা সম্পর্কিত আলোচনার আয়োজন করেছি । আলোচনার মাধ্যমে আমি বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু পেয়েছি । আবাসিক এলাকার ওয়েবসাইটে নানা বিষয়ের নেট পৃষ্ঠা আছে । যেমন আইনবিধি , পর্যটন , বইপত্র পড়া , অডিওভিডিও , বিনিয়োগ , বাচ্চা লালন ও কুকুর বিড়াল পোষা ইত্যাদি সব আছে । নেট সদস্যরা নিজের প্রয়োজন অনুসারে ইন্টানেটে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন অথবা একই সখের বন্ধুদের সঙ্গে মতবিনিময় করতে পারেন ।

    ' লানসেসিরোন' হচ্ছে পেইচিংয়ের বিখ্যাত আবাসিক এলাকা থিয়েন থুন ইউয়ানের একজন বাসিন্দার নেট নাম । তিনি খুব ভালো রান্না করতে পারেন। তাই তিনি প্রায়ই ইন্টারনেটে রান্নার পদ্ধতি শিখান এবং তার তৈরী খাবার খেতে প্রতিবেশীদের আমন্ত্রণ জানান । তার নেট বন্ধুরা তাকে লান আপা ডাকেন । অন্য একটি আবাসিক এলাকায় নেট নাগরিকরা ইন্টারনেটে বইপত্র সংগ্রহ করে একটি ছোট পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ।অল্প সময়ের মধ্যে অনেক নতুন বইসহ কয়েক শ' নানা বিষয়ের বই সংগ্রহ করা হয়েছে । এখন এই ছোট পাঠাগার আবাসিক এলাকার বাসিন্দাদের সবচেয়ে প্রিয় স্থানে পরিণত হয়েছে ।