v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 20:01:57    
লেখক ছেন জুং শি

cri

    এখন যে গানটি আপনারা শুনছেন সেই গানটি হলো চীনের শানসি প্রদেশের বাই লু ইউয়ান অঞ্চলের এক রকম ঐতিহ্যিক সংগীত, এর নাম লাও ছিয়াং। বাই লু ইউয়ান শি আন শহরের উপকন্ঠের এক প্রশস্ত ও প্রশান্ত অঞ্চল। এই গানটিতে বাই লু ইউয়ান অঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাত্রার কথা ফুটে উঠেছে। লেখক ছেন জুং শি প্রকৃতি এবং অভয়ারণ্যের লোকসংগীত খুব পছন্দ করেন। তিনি আগে কৃষক ছিলেন। ছোটবেলা থেকে কৃষকদের কষ্টের জীবন থেকে সুখ উপভোগ করার মর্ম তিনি খুব ভালভাবেই বুঝেন। তিনি কৃষক থেকে একজন লেখক হয়েছেন। এ প্রক্রিয়াও খুবই কষ্টকর।

    ১৯৪২ সালে ছেন জুং শি বাই লু ইউয়ানের একটি গ্রামে জন্ম নিয়েছেন। তার বাবা মাও কৃষক। দরিদ্র্যের কারণে ১৯ বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন।

    পরে তিনি ছয় বছর একটি স্কুলে শিক্ষকতা করেছেন। দিনের বেলায় তিনি সব সময় ছাত্রদের সঙ্গে থাকেন। শুধু রাতের বেলায় তিনি লেখার সময় পান। তার পরিশ্রমের জন্য জেলার স্থানীয় সরকার তাকে একটি চাকরি দিয়েছে। এই পদে তিনি ১০ বছর ধরে রয়েছেন।

    এই সময় তিনি কৃষকদের সঙ্গে মিলেমিশে থাকেন। তিনি নিজেও কৃষি কাজ করেন। এই অভিজ্ঞতা তার উপন্যাসে সব সময় দেখা যায়। ছেন জুং শি বলেছেন: "ধান ঝাড়ার সময় বক্ররেখার আকারে তা ছাড়িয়ে দিতে হবে। যদি তখন বাতাস বেশি তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বাতাস কম তখন এই ক্রিয়া ঠিক না হলে ভালভাবে কাজ করবে না।"

    ছেন জুং শি বলেছেন, দশ বছরেরও বেশি সময় ধরে তিনি কৃষকদের জীবনযাপন ও তাদের মানসিক অবস্থা সম্পর্কে ভালভাবে জেনেছেন। এই অভিজ্ঞতাকে তার লেখার জন্য অমূল্যবান সম্পর্কে বলা যায়।

    বিংশ শতাব্দীর সত্তর ও আশির দশকে ছেন জুং শি গ্রামাঞ্চলের জীবন নিয়ে ধারাবাহিক গল্প প্রকাশ করেছেন। ১৯৮২ সালে এসব গল্প "গ্রামাঞ্চল" নামক একটি বইয়ে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই তিনি বিখ্যাত হয়ে যান। কিন্তু ছেন জুং শি তার গ্রামাঞ্চলের জীবন ছাড়তে চান না। তিনি বলেছেন: "গ্রামাঞ্চলে আমার বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। আমি সেখানেই থাকি। ওই টেবিল আমার দাদাও ব্যবহার করতেন। আমি শুধু একটি নতুন দড়ি দিয়ে তাকে বোধ নিয়েছি। আমার জীবনের অবস্থা উন্নত হওয়ার প্রতীক হলো এখন আমি কয়লা কিনতে পারি।"

    ১৯৮৭ সাল থেকে ছেন জুং শি নিকটবর্তী বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেন। তিনি একটি উপন্যাসের মাধ্যমে চীনের ইতিহাসের পরিবর্তনের বিষয়টি প্রতিফলিত করার চেষ্টা শুরু করেছেন। এই নিয়ে ছেন জুং শি বলেছেন: "চীনের ইতিহাস সম্পর্কে আমার একটি মৌলিক ধারণা রয়েছে। কিছু কিছু ঐতিহাসিক ঘটনার ব্যাপারে আমার বিশেষ দৃষ্টিকোণ রয়েছে। তা হয়তো অন্যান্যদের মতের সঙ্গে মিলবে না। কিন্তু এই বইটি প্রকাশের পর এতো বড় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে, তা কখনই আমি ভাবতে পারিগনি।"

    এই উপন্যাসটি হলো ছেন জুং শি'র বিখ্যাত সৃষ্টি কর্ম "বাই লু ইউয়ান"। এই বইটি বাই লু ইউয়ানে বসবাসরত বাই ও লু নামক দু'টি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে। তাতে অর্ধ শতাব্দী ধরে চীনের গ্রামাঞ্চল ও কৃষকদের জন্য পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে। এখন এই বইটি নাটকে রূপান্তর করে আবার মঞ্চে অভিনয় করা হচ্ছে। ছেন জুং শি এখনোতার রচনার কাজ চালিয়ে আছেন। তিনি যে কোনো গল্প বা উপন্যাস লেখার ব্যাপারে সদা সচেষ্টা থাকেন। কারণ তিনি পাঠকদের মতামতকে খুব গুরুত্ব দেন।