v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 19:18:27    
চীন মেধাস্বত্ব সুরক্ষাকে আরও জোরদার করবে

cri
    মেধাস্বত্ব সুরক্ষা সম্পর্কিত চীনের শীর্ষ ফোরাম ২৪ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিতহয়েছে । চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ফোরামে প্রধান বক্তৃতা দিয়েছেন । তিনি বলেন , চীন মেধাস্বত্বকে চীনের জাতীয় প্রতিদ্বন্দ্বী শক্তির এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গ্রহণ করে গত কয়েক বছরে মেধাস্বত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে । এ বছর চীন আরও কার্যকর ব্যবস্থা নিয়ে মেধাস্বত্ব রক্ষার কাজকে আরও জোরদার করবে ।

    চীন সরকারের বেশ কয়েকটি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাগন, আন্তর্জাতিক সংস্থা , বিখ্যাত আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠান এবং চীনের বড় রাষ্ট্রায়াত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ, পেইচিংয়ে বিদেশী দূতাবাসগুলোর প্রতিনিধিগণ, মেধাস্বত্ব রক্ষার স্বেচ্ছাসেবকদের প্রতিনিধিগণ এবং সাংবাদিকসহ মোট ৮০০ লোক ২৪ এপ্রিল অনুষ্ঠিত মেধাস্বত্ব রক্ষা শীর্ষ ফোরামে উপস্তিত ছিলেন ।

    চীনের উপপ্রধানমন্ত্রী উ ই ফোরামে বলেছেন , গত কয়েক বছরে চীন সরকার মেধাস্বত্ব রক্ষাকে রাষ্ট্রের কৌশলগত নীতি হিসেবে গ্রহণ করেছে । এ জন্য ধারাবাহিক ব্যবস্থানেয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে । জানা গেছে , শুধু গত এক বছরে চীন মোট ৭ কোটি ৩০ লাখ নকল অডিও ও ভিডিও বাজেয়াপ্ত করেছে । গোটা দেশের শুল্ক বিভাগ প্রায় ২০ কোটি ইউয়ান মূল্যের রপ্তানীমালপত্র উদ্ধার করেছে । গোটা দেশের বিভিন্ন স্তরের আদালত মোট ২০০০ মেধাস্বত্বলংঘন সম্পর্কিত মামলার বিচার করেছে । যাতে সমাজ তত্ত্বাবধান করতে পারে তার সুবিধার জন্য চীনের ৫০টি বড় ও মাঝারি শহরে মেধাস্বত্ব লংঘন সম্পর্কিত অভিযোগ কেন্দ্র খোলাহয়েছে । এই সব ব্যবস্থা বলিষ্ঠভাবে মেধাস্বত্ব লংঘন সম্পর্কিত অপরাধের ওপর আঘাত হেনেছে এবং কার্যকরভাবে মেধাস্বত্বেরঅধিকারী লোকদের অধিকার ও স্বার্থকেরক্ষা করেছে । 

    উ ই বলেছেন , চীনের মেধাস্বত্ব রক্ষার কাজ আরও অনেক দুরূহ । মেধাস্বত্বের পরিমান অপেক্ষাকৃত কম এবং প্রতিদ্বন্দ্বী শক্তি শক্তিশালী নয় । মেধাস্বত্ব সংঘর্ষ ঘনঘন হয় । নকল করার ঘটনা অপেক্ষাকৃত বেশি হয় । তাই চীন সরকার দৃঢ়তার সঙ্গেআরও কার্যকর ব্যবস্থা নিয়ে মেধাস্বত্ব রক্ষার কাজ কে জোরদার করবে ।

    তিনি বলেন , মেধাস্বত্ব লংঘনকারীদের অপরাধসাধনের বৈশিষ্ট্য অনুযায়ী এ বছর চীন মার্কা , কপিরাইট , পেটেন্ট ও শুল্ক বিভাগের মেধাস্বত্ব রক্ষা সহ মোট ১৪টি আইনবিধি প্রণয়ন করবে । পাশাপাশি কঠোরভাবে অধিকার লংঘনকারীদের নানা আচরণের ওপর আঘাত হানবে এবং আইন অনুযায়ী ফৌজদারী মামলা দায়ের কাজ জোরদার করবে ।

    উ ই উল্লেখ করেছেন , হাইটেক উন্নয়ন,মেধাস্বত্বের অর্থনীতির পুনরুদ্ধার ও অর্থনীতির বিশ্বায়ণ দ্রুত হওয়ার পাশাপাশি মেধাস্বত্বের গুরুত্ব জোরদার হয়েছে । মেধাস্বত্ব রক্ষা করা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ক্ষমতা বাড়ানোর ব্যাপারে চীনের একটি অনিবার্য পদক্ষেপ। 

    ফোরামে অংশগ্রহণকারী বিশ্ব বাণিজ্য সংস্থার মেধা স্বত্ব বিষয়ক বিভাগের প্রধান বলেছেন , চীনের গবেষণা শক্তির বেড়ে যাওয়ার কারণে মেধাস্বত্ব সুরক্ষাকে জোরদার করা বিশ্ব ও চীন উভয়ের বিজয়ের ফল । বিদেশে চীনের মেধাস্বত্বের অধিকার রক্ষা অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে । চীনের রপ্তানী দ্রব্য, পরিসেবা এমন কি কলাকৌশল এবং বিদেশে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থবিনিয়োগ ক্ষেত্রে চীনা লোক এবং চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো অধিক থেকে অধিকতর মেধাস্বত্ব পাবে । চীন বিশ্বে একটি গবেষণাকেন্দ্রে পরিণত হবে । গত ১০ বছর যুক্তরাষ্ট্রেচীনের মার্কা ও পেটেন্ট অফিসের পেটেন্ট আবেদনের পরিমাণ ১৫গুণ বেড়েছে । তাই আমি আশা করি , চীন এটা উপলব্ধি করবে যে , ডাব্লিউ টি ও সম্পর্কিত মেধাস্বত্ব চুক্তিকে মেনে চলা শুধু নিজের দায়িত্ব পালন এবং অন্যান্যদের মেধাস্বত্ব রক্ষার প্রয়োজন তা নয় , পাশাপাশি চীনের মেধাস্বত্ব রক্ষার জন্যও প্রয়োজন।