চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই ২৪ এপ্রিল পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের মেধাস্বত্ব সংরক্ষণ সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের ফোরামে বলেছেন, চীনের মেধাস্বত্ব সমস্যা, প্রকাশিত গ্রন্থগুলোর বাজারে প্রবেশের সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করেছে । এই আচরণ চীন ও যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব ক্ষেত্রের সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
উ ই বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে চীন যে জনশক্তি ও অর্থ বরাদ্দ করেছে এবং সাফল্য অর্জন করেছে, সবই অভূতপূর্ব এবং বিশ্বের অধিকাংশ দেশ ও আন্তর্জাতিক সংস্থার ব্যাপক প্রশংসা পেয়েছে। কিন্তু পরিতাপের ব্যাপার হলো যুক্তরাষ্ট্র চীনের বিরাট অগ্রগতিকে অবহেলা করে এই সমস্যা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ সমাধান কমিটিতে দাখিল করেছে। এটা কেবল দু'দেশের নেতৃবৃন্দগণের প্রস্তাবিত সংলাপের মাধ্যমে মতভেদ সমাধানের মতৈক্যের সঙ্গেই সংগতিপূর্ণ নয়, বরং নিঃসন্দেহে দ্বিপক্ষীয় মেধাস্বত্ব ক্ষেত্রের সহযোগিতার ওপর গুরুতরভাবে নেতিবাচক প্রভাব ফেলবে এবং প্রকাশিত গ্রন্থের বাজারে প্রবেশের ক্ষেত্রে দু'পক্ষের বিদ্যমান সহযোগিতার সম্পর্কও নষ্ট করবে। চীন সরকার এ বিষয়ে তার তীব্র অসন্তোষ প্রকাশ করছে। কিন্তু চীন বিশ্ব বাণিজ্য সংস্থার সংশ্লিষ্ট নিয়ম অনুসারে সক্রিয়ভাবে শেষ পর্যন্ত মামলাটির মোকাবিলা করবে ।
|