চীনের রাষ্ট্রীয় পরিষদ ২৪ এপ্রিল "সরকারী তথ্য উন্মুক্ত নিয়ম" প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী, চীনের জনসাধারণের আইনের ভিত্তিতে রাষ্ট্রীয় গোপন বিষয় , বাণিজ্যিক গোপন বিষয় ও ব্যক্তিগত গোপনীয়তা ছাড়া সরকারী তথ্যগুলো জানার অধিকার রয়েছে।
এটা হচ্ছে চীনের জনসাধারণদের তথ্য জানার অধিকার সংরক্ষণ সংক্রান্ত প্রথম বিধিমালা। নিয়মবিধি অনুযায়ী, সরকারী তথ্য প্রকাশের প্রধান সংস্থাগুলো হচ্ছে প্রশাসনিক সংস্থা এবং পাবলিক বিষয়ক কর্তব্য পালনকারী সংস্থা।
নিয়ম অনুযায়ী, নাগরিক বা অন্যান্য সংস্থার বাস্তব স্বার্থের সঙ্গে জড়িত তথ্য, সমাজের জনসাধারণের জানা বা তাতে অংশগ্রহণ করার প্রয়োজনীয় তথ্য, প্রশাসনিক সংস্থাগুলোর কাঠামো, দায়িত্ব এবং কর্মসুচীর প্রক্রিয়াসহ নানা অবস্থা ও আইন অথবা দেশের সংশ্লিষ্ট নিয়মকানুন উন্মুক্ত করা উচিত।
তা ছাড়া, প্রশাসনিক সংস্থা জাতীয় ও বাণিজ্যিক গোপনীয়তা এবং ব্যক্তিগত গোপনীয় তথ্যগুলো প্রকাশ করতে পারে না।
এই নিয়ম ২০০৮ সালের ১ মে থেকে কার্যকর হবে।
|