v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-24 18:03:17    
দারফুরের অন্তর্বর্তী ক্ষমতা সংস্থার সদর দফতরের প্রতিষ্ঠা অনুষ্ঠান

cri

 সুদানের দারফুর অঞ্চলের অন্তর্বর্তী ক্ষমতা সংস্থা ও দারফুরের পুনর্বাসন ও উন্নয়ন তহবিলের সদর দফতর প্রতিষ্ঠা অনুষ্ঠান ২৩ এপ্রিল সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত হয়েছে। এরপর অন্তর্বর্তী ক্ষমতা সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে "দারফুর শান্তি চুক্তি" এর পরের পদক্ষেপ এবং এই অঞ্চলের নিরাপত্তা, আর্থিক ও সামাজিক পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

 সুদানের প্রেসিডেন্টের উচ্চপদস্থ সহকারী ও দারফুর অঞ্চলের অন্তর্বর্তী ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মিনি মিনাভি উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেছেন, এ দিন থেকে অন্তর্বর্তী ক্ষমতা সংস্থা দায়িত্ব পালন করতে শুরু করবে। তারা দারফুর অঞ্চলের সার্বিক উন্নয়ন বাস্তবায়ন এবং স্থানীয় জনসাধারণের জন্য নানা প্রয়োজনীয় পরিসেবা করার প্রচেষ্টা চালাবে। এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে, গত বছরের ৫ মে স্বাক্ষরিত "দারফুর শান্তি চুক্তি" বাস্তবায়নের কাজ বাস্তব পর্যায়ে প্রবেশ করেছে। এর জন্য তিনি সুদানের জনগণ এবং দারফুরের জনগণকে অভিনন্দন জানান।

 অনুষ্ঠানে সুদানে আফ্রিকান ইউনিয়নের বিশেষ প্রতিনিধি দলের মুখপাত্র নোরেদিনি মাজনি বলেছেন, অন্তর্বর্তী ক্ষমতা সংস্থার প্রতিষ্ঠা হচ্ছে একটি ভালো সূচনা। এর মাধ্যমে দারফুরের জনগণ শান্তি চুক্তির সুফল অনুভব করতে পারবে। তিনি জোর দিয়ে বলেছেন, আফ্রিকান ইউনিয়ন দারফুর অঞ্চলের শান্তি বাস্তবায়ন সংক্রান্ত সকল পদক্ষেপ ও চিন্তাভাবনার প্রতি স্বাগত জানায় এবং আশা করে, দারফুর অঞ্চলে যত তাড়াতাড়ি সম্ভব সার্বিক শান্তি বাস্তবায়িত হবে।