রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বোরিস ইয়েলতসিন ২৩ এপ্রিল মুস্কোতে হৃদরোগে মারা গেছেন। রাশিয়া ও বিশ্ব সম্প্রদায় একই দিন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ২৩ এপ্রিল এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ২৫ তারিখকে জাতীয় শোক দিবস বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বোরিস ইয়েলতসিন একজন মনখোলা আর বীরত্বপূর্ণ জাতীয় নেতা ছিলেন। তিনি ছিলেন অনুসৃত সমস্ত দায়িত্ব বহন করতে সাহসী। ঠিক তাঁর নেতৃত্বে রাশিয়ার নতুন যুগের সূত্রপাত হয়েছে।
পূর্ব-পশ্চিম দেশসমূহের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি প্রশমিত করার জন্যে বোরিস ইয়েলতসিন যে ভূমিকা পালন করেছেন জাতি সংঘ মহা সচিব বান কি মুন একটি বিবৃতিতে তার ভূয়সী প্রশংসা করেছেন। হোয়াইট হাউস বোরিস ইয়েলতসিনের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে। হোয়াইট হাইস ইয়েলতসিনকে এক 'ঐতিহাসিক ব্যক্তি' বলে আখ্যয়িত করে।একই দিন ব্রিটিশ প্রধান মন্ত্রী টনি ব্লেয়ার , ইইউর চেয়ারম্যান বারোসো এবং ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক সদস্য সোলানাও বোরিস ইয়েলতসিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
|