২৩ এপ্রিল মধ্য-আমেরিকার দেশগুলো এবং ই.ইউ.'র যৌথ কমিটির সম্মেলন গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালায় শেষ হয়েছে । সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, চলতি বছর জুন মাসের শেষে ব্রাসেলসে মধ্য-আমেরিকার দেশগুলো এবং ই.ইউ.'র মধ্যে অংশীদারী সম্পর্ক সংক্রান্ত আলোচনা শুরু হবে ।
জানা গেছে, মধ্য-আমেরিকার গুয়াতে মালা, সালভাদর, হনডুরাস, নিকারাগুয়া এবং কোস্টারিকা ই.ইউ.'র সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি, রাজনৈতিক সংলাপের ব্যবস্থা এবং সহযোগিতার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সংক্রান্ত অংশীদারী সম্পর্কের চুক্তি নিয়ে আলোচনা করবে ।
গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী আনা মারিয়া ডিয়েগুজ এদিন বলেছেন, তিনি আশা করেন ,ই.ইউ'র সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তি দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থের সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি মধ্য-আমেরিকার দরিদ্র বিমোচনের জন্য পরিসেবা দেবে ।
|