v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-23 21:23:18    
 ১৫----২১ এপ্রিল

cri
    ভুটানে ২১ এপ্রিল নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। হিমালয় পর্বতমালার কোল ঘেঁষে অবস্হিত দেশটিতে রাজতন্ত্রের অবসানর ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে,সে ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই নির্বাচনী মহড়ার আয়োজন করা হয়। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই উত্সাহী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভুটানে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বছর অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেশজুড়ে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন। জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে দশজুড়ে অনুষ্ঠিত হয় এই নির্বকচনী মহড়া। এ উপলক্ষে চারটি দল গঠন করা হয়। পাষ্ট্রীয় প্রতীকের নামের সঙ্গে মিলিয়ে এগুলোর নাম রাখা হয় ব্লু,রেড,গ্রিন ও ইয়েলো থান্ডর ড্রাগন পার্টি। এই নির্বাচনী মহড়ায় যে দুটি দল সাফল্য লাভ করবে,তারা আগামী মে মাসে নির্বাচনী মহড়ার মূল পর্বে অংশ নেবে। উচ্চবিদ্যালয়ের ছাত্ররা এ দুটি দলের পক্ষে প্রার্থা হবে।

    নির্বাচনী মহ্ড়ায় প্রায় ১০ হাজার কর্মকর্তা অংশ নেন। প্রতিবেশী দেশ ভারত থেকে এসেছে পর্যবেক্ষক দল। এই পর্যবেক্ষকেরা ভুটানে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন।বাংলাদেশের ক্রিকেটে হোয়াটমোর-অধ্যায় অবশেষে শেষ হতে চলল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সঙ্গে চুক্রি নবায়ন না করারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০ এপ্রিল বিসিবি'র সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়েছে।

    বালাদেশ দলের কোচের দায়িত্ব আর পালন করতে চান না-ওয়েস্ট ইন্ডিজ থেকে বিসিবি সাধারণ সম্পাদক মাহবুবুল আনামকে টেলিফোনে জানিয়ে দিয়েছেন ডেভ হোয়াটমোর। ব্যাক্তিগত কারণে'ই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলীয় কোচ। তাঁর সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল।

    ভারতের বিপক্ষে হোম সিরিজটা চালিয়ে নিতে হোয়াটমোরকে আরও এক মাস যেতে অনুরোধ করা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। সে অনুরোধে সাড়া দিয়েছেন তিনি। মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া এই কোচ। ওয়েস্ট ইন্ডিজ থেকে বাংলাদেশ দল দেশে ফিরবে ২৬ এপ্রিল। আর ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসছে ৭ মে। ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করা হবে ৩০ এপ্রিল। পাকিস্তান ও ইরান বাণিজ্য সম্প্রসারণ এবং কোহেদান-মাশরদ রুটে বাস চালু করতে এআমত বয়েছে। সম্প্রতি পাকিস্তানের যোগাযোগমন্ত্রি মোহাম্মদ শামীম বলেন,দু'দেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ চুক্তির ফলে পারস্পরিক সম্পর্ক,মালামাল বহন এবং বিশেষ করে ইরানের ধর্মীয় পবিত্র স্থানে পাকিস্থানিদের যাতায়াতের সুবিধা হবে। কোয়েটা-জাহেদান-মাশাদ রুটের দৈর্ঘ্য ৬৫০ কিলোমিটার। ১৫ বছর আগে ১৯৯২ সালে উদ্যোগ নেয়া হলেও তখন এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। সাত সন্তানের মা

    একসঙ্গে সাতটি সন্তানের জন্ম দিয়ে এর আগে মাত্র দুজনই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে নাম লিখিয়েছিলেন। তাঁদের সঙ্গে এবার গর্বের সঙ্গে নাম লিখিয়েছেন আরেকজন আলজেরীয় নারী। ১৮ এপ্রিল তিনি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সরকারি হাসপাতালে সাতটি ফুটফুটে সন্তানের জন্ম দেন।

    আলজেরিয়ার স্বাস্হ্য মন্ত্রণালয়ের মুখপাত্র স্লিম বেলকাসেম গত বৃহস্পতিবার বার্তা সংস্হাকে বলেন, রাজধানীর কউবা সরকারি হাসপাতালে ওই নারী একটি ছেলে ওবং ছয়টি কন্যাসন্তানের জন্ম দেন। তিনি এখন সুস্থ আছেন। আলজেরীয় চিকিত্সকেরা দক্ষতার সঙ্গে পুরো পরিস্থিতি মোকাবিলা করেন। এ ঘটনারা সবাই আনন্দিত।

    গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দেখা যায়,এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে দুজন নারীর প্রত্যেকের জন্ম দেওয়া সাত সন্তান বেঁচে যায়। সর্বশেষ ঘটনাটি ছিল ১৯৯৮ সালে। তখন একজন নারী ছয়টি মেয়ে এবং দুটি পুত্রসন্তানের জন্ম দেন। এদের মধ্যে সবচেয়ে কম ওজনের(১১দশমিক ৩ আউরন্স বা ৩২০ গ্রাম)শিশুটি মারা যায়।

    নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, কলকাতায় দারিদ্র্য আছে, কিন্তু হিংসা নেই। এখানে মুসলিম, শিখ ও খ্রিষ্টান সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করেন। হতদরিদ্র হলেও এই শহরে অপরাধ খুব কম। ভারতের সবছেয়ে কম অপরাধের শহরগুলোর অন্যতম হচ্ছে কলকাতা। কলকাতায় একটি মেয়ে রাতের বেলা নির্ভয়ে একা চলতে পারে।

    অমর্ত্য সেন গত বুধবার রাতে জোহানেসবার্গের উইটওয়াটারস্ট্যান্ডেনাডিন গর্ডিমার দারিদ্র্য ও হিংসা বিষয়ে স্নারক ভাষণের উদাহরণস্বরূপ কলকাতার কথা টেনে এনে এসব কথা বলেন। তিনি বলেন, আর্থিক অসাম্য এবং দারিদ্র্যের কারণ হিসেবে হিংসাকে দেখা বড় ভুল হবে।

    ড. সেন বলেন, দারিদ্র্য বাড়ছে বলে হিংসা বাড়ছে এ কথাও ঠিক নয়। যদি দারিদ্র্যই কারণ হতো তাহলে কলকাতায় হিংসাত্মক ঘটনা আরও বেশি ঘটত।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিয়ের ঠিক আগে অভিষেকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন এক ইনডিয়ান তরুণী। বলিউডের স্বল্পপরিচিত এ অভিনেত্রী মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করেন ও আত্মহত্যার চেষ্টা চালান। ২০ এপ্রিল এ খবর জানা যায়। জানাভি কাপুর নামে এ তরুণী ফিল্মে নয়না নামে অভিনয় করেছেন। ১৯ এপ্রিলরাতে রক্তাক্ত হাত নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে আসেন তিনি। এ সময় অভিষেকের বিরুদ্ধে প্রতারণান অভিযোগ করেন জানাভি। অভিষেক অভিনীত ২০০৫ সালের 'দাস' মুভিতে একটি নাচ-গানের দৃশ্যে অংশ নেন জানাভি।

    তিনি বলেন, অভিষেকের সঙ্গে এক বছর প্রেমের সম্পর্ক ছিল তার এবং তাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক। আমাদের সম্পর্কের প্রকৃতি প্রকাশ করার প্রতিজ্ঞা করেছিলেন অভিষেক ইনডিয়ার নিউজ চ্যানেলগুলোকে এ কথা বলেন জানাভি। অবশ্য পুলিশ তার অভিযোগ গ্রহণ করেনি। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর প্রদীপ সিন্দে বলেন, মানসিক বৈকল্য ও ডিপ্রেশন নিয়ে এসেছিল মেয়েটি। মামলা করার জন্য বাবা-মাকে সঙ্গ নিয়ে আসতে বলেছি ওকে। ২০ এপ্রিলসন্ধ্যায় বলিউডের আলোচিত জুটি অভিষেক(৩২) ও ঐশ্বরিয়া(৩৩) বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। ঘনিষ্ঠ ১০০ জন অতিথিকে এ বিয়েতে আমন্ত্রণ জানানো হয়। শত শত পুলিশ এ জমকালো বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তা বিধান করেন।