সাম্প্রতিক বছরগুলোতে চীন নিরন্তরভাবে কয়লা-খনির নিরাপত্তা নিশ্চিতের জন্য বরাদ্দ বাড়িয়েছে। বিশেষ করে কয়লা-খনির গ্যাস নিয়ন্ত্রণ ও উন্নয়নের ক্ষেত্রে মোট ৩৭.৮ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ব্যয় করেছে।
চীনের জাতীয় নিরাপত্তা উত্পাদন তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক লি ই চুং ২৩ এপ্রিল চীনের ছুংছিং শহরে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক অধিবেশনে এই তথ্য জানিয়েছেন।
লি ই চুং বলেছেন, চীন পরপর তিন বছর ধরে রাষ্ট্রীয় ঋণের অর্থ দিয়ে দেশের গুরুত্বপূর্ণ কয়লা-খনির নিরাপত্তা সংক্রান্ত প্রযুক্তির সংস্কার করেছে। এর পাশাপাশি কয়লা-খনি শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেও সক্রিয়ভাবে কিছু অর্থ সংগ্রহ করেছে। স্থানীয় সরকারও আর্থিক সমর্থন দিয়েছে।
লি ই চুং উল্লেখ করেছেন, চীনের কয়লা-খনির নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণ হওয়ার সাথে সাথে কয়লা-খনির নিরাপত্তার ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান হবে। কয়েকটি প্রদেশের পরীক্ষা কেন্দ্রে স্থানীয় সরকারকে কয়লা-খনি খোলার বিশেষ অর্থ গ্রহণ করার অধিকার দেয়া এবং কয়লা উন্নয়ন তহবিল প্রতিষ্ঠাসহ নানা ব্যবস্থা নিয়েছে। এর মাধ্যমে কয়লা-খনির নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে স্থানীয় সরকারের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি হয়েছে।
|