.jpg)
চীনের মোবাইল টেলিযোগাযোগ কোম্পানির প্রেসিডেন্ট ওয়াং চিয়ান চৌ ২১ এপ্রিল বলেছেন, চীনের মোবাইল কোম্পানি ২০০৭ সালে পাকিস্তানে নেট সম্প্রসারণের জন্য সেখানে ৪০ কোটি মার্কিন ডলার পূঁজি বিনিয়োগ করবে।
বোয়াও এশিয়া ফোরামের ২০০৭ সালের বার্ষিক সম্মেলনের একটি অধিবেশনে ওয়াং চিয়ান চৌ এই কথা বলেছেন। তিনি বলেছেন, আগামী বছর চীনের মোবাইল কোম্পানি পাকিস্তানে নতুন পুঁজি বিনিয়োগ করবে, নতুন ট্রেড মার্ক স্থাপন করবে, তাদের বিক্রয়ের পদ্ধতির উন্নয়ন করবে।
উল্লেখ্য যে, এই বছরের জানুয়ারী মাসে, চীনের মোবাইল টেলিযোগাযোগ কোম্পানি ৪৬ কোটি মার্কিন ডলারে পাকিস্তানের পাকটেল লিমিডেট কোম্পানির ৮৮.৮৬ শতাংশ শেয়ার কিনেছে।
|