v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-23 18:05:07    
চীন পরিষ্কার জ্বালানীসম্পদ সংক্রান্ত পরিকল্পনার উন্নয়নে উত্সাহ দিয়েছে

cri
  সাম্পতিক বছরগুলোতে আবহাওয়ার উষ্ণায়ন হলো বিশ্বের জনগণের যত্নবান বিষয়ের অন্যতম। এ জন্য চীন সরকার বিশ্বের বিভিন্ন দেশগুলোর সঙ্গে সহযোগিতা করছে। যাতে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসে চীন পরিষ্কার জ্বালানীসম্পদ সংক্রান্ত পরিকল্পনার ব্যবস্থা নেয়া যায়।

  কার্বন-ডাই-অক্রাইড এবং মিথেনসহ নানা ধরণের গ্রিন হাউস গ্যাস সংক্রান্ত নিঃসরনের পরিমাণ দিন দিন বাড়ছে বলে পৃথিবীর গ্রিন হাউস প্রতিক্রিয়া অব্যাহতভাবে জোরদার করা হয়েছে। এর ফলে সারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। এখন চীনে গ্রিন হাউস প্রতিক্রিয়ার জন্য গরম স্রোত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে । গত ৫ ফেব্রুয়ারী পেইচিংয়ের তাপমাত্রা হয়েছিলো মোট ১৬ ডিগ্রি । এটি হলো ১৬৭ বছর ধরে তাপমাত্রার সর্বোচ্চ দিক। চীনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরোর প্রধান ছিন তা হে বলেছেন, আবহাওয়ার উষ্ণায়ন কারণে কৃষি জমিতে রোগজীবাণু আক্রান্ত এবং খরা পরিস্থিতির অত্যন্ত গুরুতর সম্ভাবনা রয়েছে। এমন কি, গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কিত দুর্বল প্রভাব এর চেয়েও বেশি ফেলে যায়। তিনি বলেন" সংশ্লিষ্ট গবেষণা ক্ষেত্রের ফলাফল থেকে দেখা যায় যে, বিশ্বে আবহাওয়ার উষ্ণায়ন বিপুল আবহাওয়া সংক্রান্ত দুর্ঘটনার ওপর প্রভাব ফেলেছে। যাতে করে এমন উচ্চতাপমাত্রা, খরা পরিস্থিতি এবং টাইফুনের শক্তি কিছু কিছু পরিবর্তন করা যায়। গতবছর চীনে কয়েক বার প্রচুর টাইফুনে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অত্যন্ত গুরুতর। এটি বিশ্বে আবহাওয়ার উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত।"

  আবহাওয়ার উষ্ণায়ন সম্পর্কিত গুরুতর বিষয়টি আরও অন্তর্ভূক্ত রয়েছেঃ দক্ষিণ -উত্তর মেরু অঞ্চলের তুষার মিলিয়ন হওয়া, সামুদ্রিক অঞ্চলের আওতা বেশি বাড়ানো, উপকূলীয় তীরবর্তী নিম্ন জমির পানি জমে থাকা, উপকুল ও সমুদ্রতীর আঘাত হয়ে জমিতে প্রচুর লবন রাখা, উপকুলের কাছাকাছি তৈরী করা এমন নির্মাণ-কৌশল ধ্বংস হওয়া , সমুদ্রযাত্রা পরিবহন এবং জলজ খাদ্য চাষ ক্ষেত্রে প্রভাবিত বিষয় ইত্যাদি।

  এ জন্য সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস করায় ব্যবস্থা নেয়ার প্রচেষ্টা চালাছে। ২০০২ সালে, চীন " চিং তু প্রস্তাব" অনুমোদিত হয়েছে। এ প্রস্তাবের বিষয়টি অনুযায়ী বিদেশের আধুনিক প্রযুক্তি গ্রহণ করে চীনে পরিষ্কার উন্নয়নের ব্যবস্থা পালন করেছে। গত জানুয়ারী পর্যন্ত, চীন সরকার মোট ৩০০টি পরিষ্কার উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে। এতে বিদ্যুত্ শক্তি, কয়লা এবং রাসায়নিক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

  জানা গেছে, বিদ্যুত্ শক্তি ক্ষেত্রের পরিষ্কার উন্নয়নের পরিকল্পনা গুরুত্বপূর্ণভাবে জ্বালানীসম্পদের ব্যবহার্য হার উন্নত এবং পরিষ্কার জ্বালানীসম্পদের উন্নয়নে ভূমিকা পালন করেছে। এর ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস ক্ষেত্রে ত্বরান্বিত করা হয়েছে। যেমন, চীনের উত্তরাঞ্চলের মঙ্গোলিয়া স্বয়ত্তশাসিত অঞ্চলে প্রতিষ্ঠিত মোট ১ লাখ কিলোওয়াট্ বিদ্যুত্ শক্তি কেন্দ্রে প্রতিবছরে প্রায় ২.৫ লাখ টন কার্বন-ডাই-অক্রাইডের গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসে সক্ষম হয়েছে।

  এমন ধরণের পরিষ্কার জ্বালানীসম্পদের উন্নয়ন এবং গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস সংক্রান্ত পরিকল্পনা চীনের বিভিন্ন স্থানে চালানো হয়। এ বছরের শুরু দিকে, চীন সরকার " ইউ এন ডি ফি"র সঙ্গে সহযোগিতা করেছে বলে চীনের ১২টি প্রদেশে পরিষ্কার উন্নয়নের ব্যবস্থা বিষয়ক প্রযুক্তিগত সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। যাতে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের জন্য অনেক সাহায্য করা যায়। এ কেন্দ্রের প্রধান, চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা লি কাও অবহিত করেছেন যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ কেন্দ্রের প্রযুক্তিগত মান উন্নত করার জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন:" এ ব্যাপারে আমাদের উচিত এ ১২টি প্রদেশের প্রযুক্তিগত সেবা সংস্থার স্থাপনের বিষয়টি জোরদার করা। চীনের বিভিন্ন স্থানে গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস সংক্রান্ত পরিকল্পনা উন্নয়নের বাজারে মোট ১২০জন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ পাঠানো হয়েছেন। এর ফলে মোট ১ হাজার ৫০০ জনেরও বেশি কর্মকর্তাকে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। যাতে তাদেরকে ভালভাবে পরিষ্কার উন্নয়নের ব্যবস্থা এবং আবহাওয়া পরিবর্তনের গবেষণা কাজে লাগানো হয়।"

  চীনে " ইউ এন ডি ফির" একজন প্রতিনিধি খালিড মালিক গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাস ক্ষেত্রে চীন অনেক প্রচেষ্টা চালিয়েছে বলে তার প্রশংসা করেছেন। তিনি মনে করেন, চীনের এ ১২টি প্রদেশের পরিষ্কার উন্নয়নের ব্যবস্থা সংক্রান্ত প্রযুক্তিগত সেবা সংস্থা গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের ক্ষেত্রে বেশী পদ্ধতিকায়ন এবং পেশাদারায়ন হবে। একই সঙ্গে " ইউ এন ডি ফি" অব্যাহতভাবে চীনের গ্রিন হাউস গ্যাসের নির্গমণ হ্রাসের ওপর গুরুত্ব দেবে। তিনি বলেন:" ' আই ফি সি সি' প্রকাশিত রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে যে, আবহাওয়ার পরিবর্তন হলো বিশ্বের সর্বোচ্চ জরুরী সমস্যার মাধ্যমে অন্যতম। আবহাওয়ার পরিবর্তন সম্পর্কিত সমস্যার সমাধানে চীনকে সাহায্য দিয়ে একটি বেশি নিরন্তর উন্নয়নের নতুন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ' ইউ এন ডি ফির' কাজে লাগানোর গুরুত্বপূর্ণ দিক"।