চীনের বীমা ত্বত্তাবধান কমিটির চেয়ারম্যানের সহকারী ইউয়ান লি ২৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীনের " বিদেশে বীমা অর্থের পুঁজি বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাব" অনুযায়ী, বিদেশে বীমা সংক্রান্ত পুঁজি বিনিয়োগের সংশ্লিষ্ট নীতি শিথিল করা হবে।
তিনি বলেন, এ প্রস্তাবে বীমা সংস্থাগুলোর রেন মিন পি'র বিনিময়ে বিদেশী মুদ্রা কেনার বিষয়টি অন্তর্ভূক্ত হয়েছে। এর ফলে পুঁজিবিনিয়োগের ক্ষেত্রও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এ প্রস্তাবে বীমার অর্থ বিদেশের বাজারে নিশ্চিতভাবে বিনিয়োগের কথাও বলা হয়েছে। যাতে বিদেশী বাজারে বীমার অর্থ বিনিয়োগে নিরাপত্তাকে জোরদার করা যায়।
|