চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির সহকারী চেয়ারম্যান ইউয়ান লি ২৩ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে গ্রামাঞ্চলের বিভিন্ন ধরনের বীমা শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করবে।
ইউয়ান লি বলেছেন, এ বছর চীন কৃষি বীমার সম্প্রসারণ সমর্থনে ১০০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি সক্রিয়ভাবে কৃষি বীমা সংক্রান্ত আইন প্রণয়নের কাজ ত্বরান্বিত করছে। তিনি আরো বলেছেন, বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি নতুন ধরনের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থার বীমা অর্থের পরিচালনার কাজে বীমা কোম্পানিগুলোকে অংশ নেয়ার উত্সাহ দেয় এবং স্থানীয় সরকারের সঙ্গে সহযোগিতা করে কৃষকদের বসতবাড়ির বীমা শিল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে।
জানা গেছে, চীনের কৃষি উত্পাদনে প্রাকৃতিক ঝুঁকি অপেক্ষাকৃত গুরুতর। গত বছর দুর্গত ফসলী জমির আয়তন ৪ কোটি ১০ লক্ষ হেক্টরেরও বেশি। এর পাশাপাশি গ্রামাঞ্চলের সামাজিক নিশ্চয়তাবিধান ব্যবস্থাও স্বয়ংসম্পূর্ণ হয় নি। ব্যাপক কৃষক বার্ধক্য ও চিকিত্সাসহ নানা বাস্তব সমস্যার সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন সবসময় কৃষি বীমা উন্নয়নকে বীমা শিল্প উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে গড়ে তুলেছে।
|