চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান সুয়ে চিয়া লু সম্প্রতি চীনের শেনশি প্রদেশের সিআন শহরে বলেছেন, আইন অনুসারে বাধ্যতামূলক শিক্ষার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
সুয়ে চিয়া লু ১৬ থেকে ২২ এপ্রিল জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির বাধ্যতামূলক শিক্ষা আইনের তত্ত্বাবধান গ্রুপের নেতৃত্বে শেনশি প্রদেশ সফর করেন। তাঁরা স্থানীয়১৩টি মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শন এবং কিছু কিছু মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
সুয়ে চিয়া লু বলেছেন, সরকারের বিভিন্ন শ্রেণীর বাধ্যতামূলক শিক্ষা বাস্তবায়নের দায়িত্ব জোরদার করা এবং বাধ্যতামূলক শিক্ষার ওপর দেয়া বরাদ্দ বাড়ানো উচিত। আরো যথাযথ ব্যবস্থা নিয়ে আঞ্চলিক বাধ্যতামূলক শিক্ষার ভারসাম্য উন্নয়ন ত্বরান্বিত করা উচিত। বাধ্যতামূলক শিক্ষা আইন কার্যকর করার মাধ্যমে প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের সার্বিক উনন্নয়নের ওপর গুরুত্ব প্রদান, শিক্ষার গুণগত মান গভীরতর এবং আইন অনুসারে বাধ্যতামূলক শিক্ষার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে।
|