২৩ এপ্রিল ভারতের একটি পত্রিকা সূত্রে জানা গেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের বেসরকারী পারমাণবিক শক্তির সহযোগিতা সংক্রান্ত কিছু কিছু বিষয়ে মতৈক্য পৌঁছানো যায়নি বলে দু'দেশের সংশ্লিষ্ট আলোচনা স্থগিত রয়েছে।
পত্রিকায় আরো বলা হয়েছে, পারমাণবিক জ্বালানী সম্পদের সমাধান, পরীক্ষা কার্যক্রম এবং এ বিষয়ে সুনিশ্চয়তাসহ তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে আপোষ করতে চায় না। তবে সংসদে ভারতের প্রধানমন্ত্রী মন মোহন সিং-এর দেয়া ভাষণের বাইরে ভারত কোন সিদ্ধান্ত নেবে না।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সংসদে এক ভাষণে ভারতের পারমাণবিক রি-এক্টর সরকারী বা বেসরকারীভাবে ব্যবহৃত হবে সে বিষয়ে ভারতের নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন।
|