চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী সি কুও হুয়া ২২ এপ্রিল বোয়াও এশিয়া ফোরাম ২০০৭ সালের বার্ষিক সম্মেলনে বলেছেন, চীনের ক্রমবর্ধমান টেলিযোগাযোগ শিল্প পুরোপুরি বিদেশী পুঁজির কাছে উন্মুক্ত করা হয়েছে।
সি কুও হুয়া বলেছেন, এখন পর্যন্ত চীন ২২ হাজারেরও বেশি ক্রমবর্ধমান টেলিযোগাযোগ শিল্প প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এটা চীনের টেলিযোগাযোগ শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
সি কুও হুয়া বলেন, একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেয়া ও প্রতিন্দ্বন্দ্বিতা করা চীনের গোটা টেলিযোগাযোগ শিল্পের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতির উন্নয়নের জন্য কল্যাণকর । তিনি বলেন, চীন শর্ত সাপেক্ষে বিদেশী পুঁজি চীনের টেলিযোগাযোগ শিল্পে অন্তর্ভুক্ত করা স্বাগত জানায়।
|