|
|
(GMT+08:00)
2007-04-23 17:10:19
|
মার্কিন সেনাবাহিনীকে বাগদাদের উত্তরাঞ্চলের পৃথকীকরণ দেয়ালের নির্মান কাজ বন্ধ করতে বলা হয়েছে
cri
মিসর সফররত ইরাকের প্রধান মন্ত্রী নুরি আল মালিকি ২২ এপ্রিল কায়রোতে বলেছেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে বাগদাদের উত্তরাংশে পৃথকীকরণ দেয়াল নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। একই দিন ইরাকের উত্তর আঞ্চলীয় শহর মোসুলে ২১ জন বস্ত্র শিল্প শ্রমিক সন্ত্রসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময় ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনী বাগদাদের উত্তরাঞ্চলের একটি সুন্নী সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ৩.৬ মিটার উচ্চতার একটি সিমেন্টের পৃথকীকরণ দেয়াল নির্মানের কথা ঘোষণা করে। স্থানীয় অধিবাসীদের হামলা এড়ানো মার্কিন সেনাবাহিনীর এই দেয়াল নির্মানের অজুহত। কিন্তু মার্কিন সেনাবাহিনীর এই আচরণ স্থানীয় অধিবাসী এবং ইরাকের রাজনৈতিক মহলের বিরোধীতা মুখে পড়েছে। তারা মনে করে পৃথকীকরণ দেয়াল নির্মানে সম্প্রদায়িক বিরোধ তীব্রতর হবে।
|
|
|