|
|
(GMT+08:00)
2007-04-23 16:44:43
|
৩০ হাজার বিদেশী পরীক্ষার্থী চীনের মূল ভূভাগে আয়োজিত চীনা ভাষার যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন
cri
চীনা ভাষার যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা সংক্ষেপে এজ এস কে ২১ থেকে ২২ এপ্রিল পযর্ন্ত চীনের ৪০টিরও বেশী শহরে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩৫ হাজার বিদেশী পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় অংশ গ্রহণকারী সংখ্যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে। চীনা ভাষা যাচাইয়ের পরীক্ষা হচ্ছে যাদের মাতৃ ভাষা চীনা ভাষা নয় তাদের জন্যে স্থাপিত একটি রাষ্ট্রীয় পর্যায়ের স্ট্যান্ডার্ড পরীক্ষা। জানা গেছে, এই পরীক্ষার ধরন সংশোধিত হওয়ার পর এবারের পরীক্ষায় প্রধানত ভাষার বহুমুখী যোগ্যতা এবং যোগাযোগের সার্মথ্য যাচাই করা হয়েছে। বতর্মানে প্রচলিত পরীক্ষায় আগের ১১ পর্যায় থেকে প্রথম শ্রেণী, মাধ্যমিক শ্রেণী এবং উচ্চ শ্রেণীতে ভাগ করা হয়েছে। অধিকাংশ পরীক্ষার্থী সংশোধিত পরীক্ষার নকশার প্রশংসা করেছেন।
উল্লেখ্য গত শতাব্দীর নব্বইয়ের দশকের প্রথম দিকে চীনে প্রথম বার চীনা ভাষার যোগ্যতা যাচাইয়ের পরীক্ষার আয়োজন করা হয়।
|
|
|