|
 |
(GMT+08:00)
2007-04-23 16:33:20
|
আলজিরিয়া ও ভারতের মধ্যে জ্বালানী শক্তি ক্ষেত্রের সহযোগিতা জোরদার
cri
২২ এপ্রিল আলজিরিয়ার জ্বালানী শক্তি ও খনি শিল্প মন্ত্রী ছাকিব খোলিল ও আর সফররত ভারতের তেল ও গ্যাস মন্ত্রী মুরলি ডেওরার জ্বালানী শক্তি ক্ষেত্রের সহযোগিতা জোরদারের চুক্তি স্বাক্ষর করেছেন । স্বাক্ষর অনুষ্ঠানের পর ছাকিব ঘেলিল সাংবাদিকদের বলেছেন, ভারত আলজিরিয়ার প্রাকৃতিক গ্যাস কিনতে আগ্রহী। আলজিরিয়া হচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্পাদনকারী দেশ। দু'দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিরাট। মুরলি ডেওরা বলেছেন, তিনি আশা করেন, দু'দেশের জ্বালানী শক্তি শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, ভারত সরকার ভারতের শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে আলজিরিয়ার জ্বালানী শক্তির উন্নয়নে যোগ দেওয়ার উত্সাহ দেবে।
|
|
|