২২ এপ্রিল হচ্ছে ৩৮তম বিশ্ব ভূমি দিবস। এ উপলক্ষে চীনের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচী আয়োজিত হয়। এর মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে বন্য -প্রাণী সুরক্ষা ও জ্বালানি সম্পদ সাশ্রয় করা এবং আমাদের অভিন্ন বাড়ি --- পৃথিবীকে যত্নে রাখা এই আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, চীনের সাতটি প্রদেশের মত্স্য বিভাগ ২২ এপ্রিল চীনের প্রথম নদী --- ইয়াংজি নদীতে প্রায় ২০ লক্ষ সরল মাছ ও জলজ প্রাণী ছেড়ে দিয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চীনের প্রথম শ্রেণী সংরক্ষণশীল প্রাণী চীনা স্টার্জন। শাংহাই, কানসু, থিয়েনচিনসহ নানা প্রদেশ ও মহানগর কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণ করা পরিবেশ সুরক্ষা সংক্রান্ত চিত্রাঙ্কনও বক্তৃতা প্রতিযোগিতারআয়োজন করেছে। তারা রাস্তায় প্রদর্শনী ও প্রচার পুস্তক বিলি করার মাধ্যমে জনসাধারণের কাছে পৃথিবী সুরক্ষার চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের লক্ষকে জনপ্রিয় করেছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চীনের জাতীয় ভূ-সম্পদ মন্ত্রী সুন ওয়েনশেং বলেছেন, পৃথিবীকে যত্নে রাখতে চাইলে অবশ্যই প্রাকৃতিক সম্পদকে সাশ্রয় করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, ভালোভাবে মানবজাতির নির্ভরশীল পরিবেশকে রক্ষা করতে হবে, যাতে টেকসই উন্নয়ন বাস্তবায়িত করা যায়।
|