নাইজিরিয়ার প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে । বিভিন্ন ভোট কেন্দ্রের ভোট গর্ণনার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে ।
এ দিন নাইজিরিয়ার ভোটদানের প্রক্রিয়া ছিল মোটামুটি সুষ্ঠু । আবুজা ও লাগোসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের পরিস্থিতিও ছিল স্থিতিশীল । ভোট গর্ণনার কাজ নির্বাচন পর্যবেক্ষক , পুলিশ ও বিভিন্ন পার্টির প্রতিনিধিদের তত্ত্বাবধানে চলছে । তত্ত্বাবধানকারী বিভিন্ন পক্ষের স্বাক্ষরের পর ভোটের ফলাফল প্রকাশ করা হবে ।
অনুমান করা যায় , নির্বাচনের চূড়ান্ত ফলাফল ২৩ এপ্রিল প্রকাশিত হবে ।
আফ্রিকায় নাইজিরিয়ার লোকসংখ্যা সবচেয়ে বেশি । এ দেশটি আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল উত্পাদনকারী দেশগুলোর অন্যতম । ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর নাইজিরিয়া দীর্ঘকাল ধরে সামরিক সরকারের অধীনে রয়েছে । এবার নির্বাচন নাইজিরিয়া স্বাধীন হওয়ার পর প্রথম বারের মত জনগণের নির্বাচিত সরকারে পরিণত হওয়ার দিকে এগুচ্ছে ।
|