পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বলেছেন, জুলাই মাসে প্রতিষ্ঠিতব্য চীন ও পাকিস্তানের যৌথ পুঁজি বিনিয়োজিত কোম্পানি দু'দেশের সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
বোও এশিয় ফোরামে তিনি বলেছেন, যৌথ পুঁজি বিনিয়োজিত কোম্পানিগুলো শেয়ার ও পুঁজি বিনিয়োগ , শিল্প এবং অবকাঠামোর ওপর গুরুত্ব দেবে ।
তিনি বলেছেন, চীনের শিল্প প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক ক্ষমতা যথেষ্ট, কার্যকর এবং তারা সঠিক ব্যবসা করতে পারে । এ কারণে পাকিস্তানের ৭৫ থেকে ৮০ শতাংশের বড় বড় প্রকল্পের প্রতিযোগিতায় তারা সফল হতে সক্ষম হচ্ছে ।
২১ এপ্রিল ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং ব্যক্তি প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা ও বিনিময়ের ওপর গভীর প্রশংসা করেছেন । তিনি আরো বলেছেন, চীনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী দেশে পরিণত হতে পেরে পাকিস্তান খুব খুশি ।
চীন-পাক অবাধ বাণিজ্য এলাকার পণ্যদ্রব্য সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি পয়লা জুলাই চালু হবে । ২০১০ সালের শেষ নাগাদ দু'পক্ষের দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য ১৫ বিলিয়ন মার্কিন ডলায় দাঁড়াবে ।
|