রোমানিয়ার সাংবিধানিক আদালত ২০ এপ্রিল সংসদে প্রেসিডেন্টের ওপর অনাস্থা প্রস্তাবের ভোটদানের ফলাফলকে স্বীকার করে নিয়েছে এবং ঘোষণা করেছে যে, সিনেটের স্পীকার নিকোলায় ভাকারোইয়ো প্রেসিডেন্টের দায়িত্ব অস্থায়ীভাবে পালন করবেন। কিন্তু প্রেসিডেন্টের পদ থেকে অপসৃত ট্রায়ান বাসেস্কু একই দিন ঘোষণা করেছেন, তিনি পদত্যাগ করবেন না।
১৯ এপ্রিল রোমানিয়ার সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ সম্মেলনে সংসদের বৃহত্তম বিরোধী পার্টি সামাজিক গণতান্ত্রিক পার্টির উত্থাপিত রাষ্টপতির ওপর অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। ২০ এপ্রিল রোমানিয়ার সাংবিধানিক আদালত এ ভোটদানের ফলাফল অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট বাসেস্কুকে ভোটদানের তারিখ থেকে এক মাসের জন্য তাঁর কর্ম ক্ষমতা অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। এ সময় সিনেটের স্পীকার ভাকারোইয়ুর অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে। এর পরপরই ভাকারোইয়ু ঘোষণা করেছেন, রোমানিয়া ২০ মে রাষ্ট্রপতির অনাস্থা প্রস্তাবের ওপর গণভোটের আয়োজন করবে। যদি বাসেস্কু পদত্যাগ করেন, তাহলে রোমানিয়ায় তিন মাসের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
|