২১ এপ্রিল জাপানের কিউদো নিউস এজেনসির খবরে প্রকাশ , জাপানের প্রধানমন্ত্রী আবে সিনজো মার্কিন "নিউজউইক" পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রমোদবালা সমস্যার ব্যাপারে জাপান দায়িত্বশীল ।
আবে সিনজো বলেছেন , জাপানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রমোদবালাদের প্রতি দুঃখ প্রকাশ করছেন , তিনি মনে করেন জাপান প্রমোদবালাদের বেদনাদায়ক জীবনের জন্য দায়িত্বশীল । জাপান বিনয়ের সঙ্গে নিজের ইতিহাস ও দায়িত্বের কথা বিবেচনা করতে হবে ।
কিউদো নিউজ এজেনসির এ খবরে বলা হয়েছে , প্রমোদবালা সমস্যায় আবে সিনজো প্রথমবার দায়িত্ব এ শব্দটি ব্যবহার করেছেন । জাপানের বিশ্লেষকরা মনে করেন , আগামী ২৬ তারিখে যুক্তরাষ্ট্র সফরের আগে প্রমোদবালা সমস্যার ওপর জাপানের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের অভিযোগ খন্ডনের জন্য আবে সিনজো এ কথা বলেছেন ।
|