চীনের জাতীয় গণ কংগ্রেসের পরিবেশ ও সম্পদ কমিটির পরিচালক মাও রু পাই ২০ এপ্রিল বলেছেন, চীনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ আইন প্রকাশের এক বছরের মধ্যেই চীনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ অপেক্ষাকৃতভাবে দ্রুত উন্নয়নের পর্যায়ে প্রবেশ করেছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট এক সেমিনারে মাও রু পাই বলেছেন, চীনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ আইন কার্যকের ফলে বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়মকানুন ও প্রযুক্তির মানদন্ড পরপর প্রকাশিত হয়েছে। চীন সরকার সক্রিয়ভাবে কৃষি, বন ও পশু-প্রাণীর উচ্ছিষ্টের দ্বারা বিদ্যুত্ উত্পাদন, গ্রামাঞ্চলে মিথেন-গ্যাসের ব্যবহার এবং সৌর শক্তি ও ভূগর্ভের উত্তাপের প্রয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে বিপুল পরিমাণ প্রচার করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সাল পর্যন্ত চীনের পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদের অনুপাত বর্তমানের ৭ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশে দাঁড়াবে।
|