মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিন ম্যাককর্মাক ২০ এপ্রিল বলেছেন , মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস অনুষ্ঠিতব্য ইরাক সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনের সময় খুব সম্ভবতঃ ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করবেন ।
ম্যাককর্মাক এ দিন বলেছেন যে , মে মাসের প্রথম দিকে মিসরে অনুষ্ঠিতব্য ইরাক সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে রাইস অংশ নেবেন । তিনি আরো বলেছেন , যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনোছের মোত্তাকী সম্মেলনে অংশও নেন , তাহলেও রাইস খুব সম্ভবত তাঁর সঙ্গে বৈঠক করবেন । সম্মেলন চলাকালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে রাইসের বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে ।
১ থেকে ৪ মে পর্যন্ত মিসরের পর্যটন শহর শার্ম এল শেইখে ইরাক সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী প্রতিনিধি দেশগুলোসহ ইরাকের প্রতিবেশী দেশগুলো এবং ইরাকে সাহায্যকারী কয়েকটি দেশগুলোও সম্মেলনে প্রতিনিধি পাঠাবে । তবে ইরান এখনও জানায়নি যে সম্মেলনে অংশ নেবে কিনা ।
|