মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন ২০ এপ্রিল নিউ ইয়র্কে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে আন্তরিক পরামর্শের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যিক অসঙ্গতির সমাধান দু'পক্ষের সম্মিলিত স্বার্থ্যের জন্য সহায়ক ।
মার্কিন একশো কমিটির ১৬তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন । তিনি উল্লেখ করেন যে, চীনের অর্থনীতির উন্নয়ন এবং স্থিতিশীলতা বিশ্বের বিভিন্ন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ । স্থিতিশীল মার্কিন-চীন সম্পর্ক বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ । সুষ্ঠু অর্থনৈতিক সম্পর্কও দু'পক্ষের জন্য সহায়ক । তিনি বলেছেন, দু'দেশের অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি দু'দেশের মধ্যে বাণিজ্যিক অসঙ্গতি থাকা স্বাভাবিক । তিনি মনে করেন, দু'পক্ষের আন্তরিক পরামর্শের মাধ্যমে মতভেদ সমাধানের পদ্ধতি খুঁজে বের করা উচিত । যাতে দু'দেশের জন্য তা সহায়ক হতে পারে ।
তিনি আরো বলেছেন, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বেশি, কিন্তু চীনে যুক্তরাষ্ট্রের রপ্তানীর পরিমাণ দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেছেন, দু'দেশের অর্থনৈতিক কাঠামোর পার্থক্যে বাণিজ্যের অসমতা একটি গুরুত্বপূর্ণ কারণ ।
|