২০ এপ্রিল জাপানের মন্ত্রীসভায় সেদেশের সরকারের গৃহিত এক সিদ্ধান্তে বলা হয়েছে , দূরপ্রাচ্যের আন্তর্জাতিক সমারিক আদালত দ্বিতীয় যুদ্ধে জাপান বাহিনী চীনের কুই লিন শহরে ক্ষমতা প্রয়োগ করে নারীদের প্রমোদবালা করা সংক্রান্ত যে বিচার করেছে , জাপান সরকার তা গ্রহণ করেছে ।
জাপানের কিউদো নিউস এজেনসির খবরে প্রকাশ , সোসালিষ্ট ডেমোক্রেটিক পার্টির সদস্য তুজিমোতো কিইয়োমির প্রমোদবালা সমস্যা সম্পর্কিত শুনানীর জবাবে জাপান সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ।
এর আগে জাপান সরকার ১৬ মার্চ প্রকাশিত এক পত্রে জানিয়েছে যে , সরকারের সংশ্লিষ্ট দলিলপত্রে সামরিক বাহিনী অথবা সে সময়কার সরকারের জোর করে প্রমোদবালা নিযুক্ত করা সম্পর্কিত কোন প্রকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায় নি ।
|