২১ এপ্রিল চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোও এশিয় ফোরামের ২০০৭ সালের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিদেশী পুঁজি বিনিয়োগকারীদের স্বার্থ, মেধাস্বত্তের অধিকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বৈধ অধিকারকে সুনিশ্চিত করবে ।
তিনি বলেছেন, চীন সরকার সৃজনশীলতার ওপর বেশি গুরুত্ব দেয় এবং বহু জাতিক কোম্পানির চীনে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করে চীনা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গ সহযোগিতার মাধ্যমে প্রযুক্তি ও উত্পাদিত পণ্যদ্রব্যের গবেষণাকে স্বাগতম জানায় । তিনি বলেছেন, চীন বৈদেশিক উন্মুক্ত নীতিতে উন্নত প্রযুক্তি ও প্রশাসনিক নীতি আমদানী করে বৈদেশিক মেধাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতার ক্ষেত্রকে সম্প্রসারণ করবে ।
|