চীনের সুপ্রতিবেশী দেশ-- রাশিয়া রাশিয়া হচ্ছে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। দেশটির পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, পশ্চিম দিকে বালটিক সাগরের ফিনলান্ড উপসাগর। দেশটি এশিয়া-ইউরোপীয় মূলভূভাগের সঙ্গে সংলগ্ন, পূর্ব ও পশ্চিম দিকের মধ্যে মোট ৯ হাজার কিলোমিটার এবং দক্ষিণ ও উত্তর দিকের মধ্যে মোট ৪ হাজার কিলোমিটার দূরত্ব। দেশটির আয়তন মোট ১.৭ কোটি বর্গকিলোমিটার।
রাশিয়ার মোট ১৩০টিরও বেশি জাতি নিয়ে গঠিত বহু জাতির বড় দেশ হলেও লোকসংখ্যা মোট ০.১৪ বিলিয়ন। এর মধ্যে রুশ জাতি দেশটির মোট লোকসংখ্যার ৮২.৯৫ শতাংশ । অধিবাসীদের অধিকাংশ অর্থোডক্স খৃষ্টান ধর্মে বিশ্বাসী। রুশ হচ্ছে সরকারী ভাষা । রাজধানী মস্কোর ৮৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে। একটি আন্তর্জাতিক বিখ্যাত শহর হিসেবে রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক , সামরিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দেশটির প্রাকৃতিকসম্পদ প্রচুর। বনসম্পদের আয়তন মোট ০.৮৬ বিলিয়ন হেক্টর , যা মোট ভূমির আয়তনের ৫১ শতাংশ । কাঠসম্পদ মজুদের পরিমাণ মোট ৮০.৭ বিলিয়ন কিউবিকমিটার। দেশটির ইতোপূর্বেই আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ মোট ৪৮ ট্রিলিয়ন কিউবিকমিটার । এই পরিমাণ বিশ্বের মোট মজুদের পরিমাণের তিন ভাগের এক ভাগ। রাশিয়া গ্যাসের মজুদে বিশ্বের প্রথম স্থানে রয়েছে। দেশটির আবিষ্কৃত তেলের পরিমাণ মোট ৬.৫ বিলিয়ন টন । যা বিশ্বের মোট পরিমাণের ১২ ও ১৩ শতাংশ । কয়লার মজুদের পরিমাণ মোট ০.২ ট্রিলিয়ন টন । যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ । তাছাড়া, দেশটির লোহা, এলুমিনিয়াম , ইউরেনিয়াম এবং সোনার মজুদের পরিমাণও বিশ্বে সর্বাধিক।
এসব প্রচুর সম্পদ রাশিয়ার শিল্প ও কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশটির শিল্প ভিত্তির সূলে রয়েছে লোহা, সোনা, তেল , প্রাকৃতিক গ্যাস, কয়লা , বন এবং রাসায়নিক দ্রব্য। একই সঙ্গে দেশটির কৃষি ও পশুপালন শিল্পও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এর প্রধান কৃষিপণ্য হলো গম, যব, ভুট্টা, সয়াবিন এবং ধান প্রভৃতি। পশুপালন শিল্পে গরু, মেষ এবং শুকর চাষ গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে।
চীন ও রাশিয়ার মধ্যে মোট ৪ হাজার ৩০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর রাশিয়ার সঙ্গে চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সাম্প্রতিক বছরগুলোতে , দু'দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের পারস্পরিক সফর দু'পক্ষের কৌশলগত সহযোগিতামূলক অংশিদারী সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। ২০০৬ সালে চীন ও রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ছিল মোট ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার ।
|