|
|
 |
| (GMT+08:00)
2007-04-20 19:37:12
|
|
কাশ্মির সমস্যার সমাধানে পাক-ভারত উদ্যোগ
cri
|
২০ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খুরিশুদ দিকদের বলেছেন, কাশ্মির সমস্যার সমাধানের উদ্দেশ্যে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য পাকিস্তান ও ভারত সরকার যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে। বতর্মানে দু'পক্ষের মধ্যে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।তিনি বলেছেন, পাকিস্তান, ভারত এবং কাশ্মির হয়তো এ পরিকল্পনায় এখনো সন্তুষ্ট নয়, কিন্তু এখন পযন্তু এটা হল এই সমস্যার সমাধানের একটি অপেক্ষাকৃত ভাল পরিকল্পনা। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, এই পরিকল্পনার বিষয়বস্তু ষ্পর্শকাতর বলে বর্তমানে তিনি সংশ্লিষ্ট খুঁটিনাঁটি প্রকাশ করবেন না। তিনি জোর দিয়ে বলেছেন, পাক-ভারত শান্তি প্রক্রিয়া অপরির্বতিত। ২০০৪ সালে দু'দেশের মধ্যে সার্বিক সংলাপ শুরু হওয়ার পর সরকার ও বে-সরকারীভাবে দেশের মধ্যে অনেক বিষয়ে মতৈক্য অর্জিত হয়েছে।
|
|
|