প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমরা আগের মতো সুন্দর সুন্দর গান শুনবো।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার কাঁটাভাঙ্গা গ্রামের সকাল আহমেদ শাহীন আমাদের অনুষ্ঠানে শিল্পী খালিদ হাসান মিলুর যে কোন একটি চমত্কার গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, আসুন, আমরা একসঙ্গে "তোমার লাগিয়ারে বন্ধু"নামে গানটি শুনি।
বাংলাদেশের যশোর জেলার বাঘার পাড়ার স্বপ্নীল আকাশ খোকন, সিন্ধুমান দাস, হাসিব রহমান, পরিমল, বিজন এবং উজ্জ্বল আমাদের অনুষ্ঠানে "ডাক দিয়াছেন দয়াল আমারে" নামে এন্ড্রু কিশোরের গানটি শুনতে চেয়েছেন। কিন্তু আপনাদের পছন্দের গানটি আমার হাতে নেই। তাই আমরা আরেকটি সুন্দর গান শুনবো। গানের নাম ভালবাসা মরে গেছে।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার বৌ বাজারের মো: কামরুল হুদা তাঁর চিঠিতে লিখেছেন যে, আমি চাওয়া পাওয়াতে শিল্পী আসিফের যে কোন একটি গান শোনানোর অনুরোধ করছি। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আপনার চাওয়া পূরণ করা হচ্ছে। সবাই একসঙ্গে আসিফের কন্ঠে "তোমার জন্য"নামে গানটি শুনবো।
বাংলাদেশের জামাল পুর জেলার বালিজুড়ী বাজার গ্রামের অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের সভানেত্রী কামরুন নাহার শীলা আমাদের অনুষ্ঠানে শিল্পী হায়দার হোসেন বা হাবিব ওয়াহিদের গাওয়া একটি শুনতে চেয়েছেন। কিন্তু ওই দু'জনের এ্যালবাম আমার কাছে নেই। ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের ওয়েব-সাইটে পৌঁছাতে পারলে আমি অবশ্যই আপনার অনুরোধ পূরণ করবো। কেমন? আশা করি আপনি হতাশ হবেন না। আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে "জাত গেল জাত গেলো" নামে ফরিদা পারভিনের গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহের একই সময় আবার কথা হবে।
|