ব্রাজিল, জার্মানী, ভারত এবং জাপান নিরাপত্তা পরিষদের যথাযথ সংস্কার দাবি করেছে
cri
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় ১৯ এপ্রিল এক বিবৃতিতে বলেছে, ব্রাজিল, জার্মানী, ভারত এবং জাপানের প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার সংশ্লিষ্ট আলোচনা যথাযথভাবে শুরুর দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে , এ চারটি দেশের প্রতিনিধিরা এদিন ব্রাসিলিয়ায় জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থা সংস্কারের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ও অস্থায়ী সদস্য দেশগুলোর সংখ্যা বৃদ্ধির অভিমত উপস্থাপন করেছেন। এ চারটি দেশের প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর সত্যিকারভাবে আগ্রহ দেখিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করার প্রস্তুতি নিয়েছে।
|
|