চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত সুন পি কান ২০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , মধ্যপ্রাচ্যে চীনের ভূমিকা ইতিবাচক ও ন্যায়সংগত । চীন সবসময় সমঝোতার পরামর্শ ও আলোচনা ত্বরান্বিত করার ভূমিকা পালন করে আসছে ।
সুন পি কান ৯ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সৌদি আরব , ফিলিস্তিন ও ইসরাইল সফর করেছেন । তিনি ই ইউ'র সদর দফতরও সফর করেছেন । ২০ এপ্রিল বিকেলে তিনি চীনা ও বিদেশী সাংবাদিকদের সংগে তার এবারের মধ্যপ্রাচ্য সফর নিয়ে কথা বলেছেন এবং তাদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ।
তিনি বলেছেন , সেই পঞ্চাশের দশকে চীন ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় । চীন সবসময় বৈধ জাতীয় অধিকার পুনপ্রতিষ্ঠার কাজে ফিলিতিনী জনগণকে সমর্থন দিয়ে আসছে । চীন ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সময় অল্প হলেও দু দেশের সম্পর্কের সুষ্ঠু বিকাশ হয়েছে ।
তিনি বলেছেন , মধ্যপ্রাচ্যে চীনের নিজের কোনো স্বার্থ নেই । তবে চীন এ অঞ্চলের শান্তির জন্যে উদ্বিগ্ন ।
|