v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-20 18:46:43    
এ বছরের প্রথম তিন মাসে চীনের অর্থনীতির  ১১.১ শতাংশ  প্রবৃদ্ধি হয়েছে

cri
    চীনের অর্থনীতি পর পর চার বছর ধরে ১০ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে । এবছরের প্রথম তিন মাসে চীনের মোট উত্পাদন মূল্য দাড়িয়েছে পাঁচ হাজার ২৮ বিলিয়ন ৭০ কোটি ইউয়ান । এটা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১১.১ শতাংশ বেশি । চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র লি সিয়াও ছাও ১৯ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , চীনের অর্থনীতি স্থিরগতিতে বিকশিত হচ্ছে , তবে মুদ্রা স্ফীতির চাপ আগের চেয়ে বেড়েছে , অর্থনীতি উন্নয়নের অতি দ্রুত বৃদ্ধির আশংকাও রয়েছে ।

   ১৯ এপ্রিল অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লি সিয়াও ছাও বলেছেন , পরিসংখ্যানের উপাত্ত থেকে জানা গেছে , এ বছরের প্রথম তিন মাসের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন বৈশিষ্ট্য আছে । তিনি বলেছেন , এ বছরের প্রথম তিন মাসে চীনের অর্থবিনিয়োগ , বাজারের চাহিদা ও রপ্তানি বৃদ্ধির কল্যানেই অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে । বাজারে পন্যদ্রব্যেরখুচরা বিক্রির পরিমান গত বছরের অনুরুপ সময়ের চেয়ে ২.১ শতাংশ বেড়েছে । কিন্তু স্থিরপরিসম্পদ খাতে   অর্থবিনিয়োগের পরিমান গত বছরের চেয়ে ৪ শতাংশ কমেছে । অর্থবিনিয়োগ কমিয়ে দেয়ার পাশাপাশি বাজারের চাহিদা এবং আমদানি-রপ্তানি বেড়েছে ।

    চীনের অর্থনীতির অতিরিক্ত বৃদ্ধি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে লি সিয়াও ছাও বলেছেন , অর্থনীতির অতি দ্রুত বৃদ্ধি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির গতির সঙ্গে সম্পর্কিত নয় , বরং দ্রব্যমূল্য ও ভোগ্যপন্যের সরবরাহের সঙ্গেও সম্পর্কিত । তিনি বলেছেন , খাদ্য দ্রব্যের দাম কিছুটা বেড়েছে । তবে চীনের খাদ্যশস্যের মজুদ পর্যাপ্ত । বিভিন্ন স্থানের বাজারগুলোতে পন্যদ্রব্যের সরবরাহও পর্যাপ্ত , কোথাও ঘাটতি দেখা দেয় নি । কাজেই মোটের উপর বলতে গেলে , চীনের অর্থনীতির অতিদ্রুত বৃদ্ধির কথা এখনও বলা যায় না ।

    চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত উপাত্ত অনুযায়ী এ বছরের প্রথম তিন মাসে চীনের শহর ও গ্রামাঞ্চলের অধিবাসীদের আয় বেড়েছে । কৃষকদের আয় বৃদ্ধি গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁচেছে। এই কারণে এ বছরের প্রথম তিন মাসে পন্যদ্রব্যের খুচরা বিক্রির পরিমন দুই ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে । এটা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি । এ বছরের প্রথম তিন মাসে দ্রব্য মূল্য গত বছরের অনুরুপ সময়ের চেয়ে ২.৭ শতাংশ বেড়েছে । দ্রব্য মূল্য বৃদ্ধির প্রধান কারণ হলো খাদ্য শস্যের দাম বৃদ্ধি। এ কথা বলা যায় যে চীনের মুদ্রা স্ফীতির চাপ আগের চেয়ে বেশি হচ্ছে ।

    লি সিয়াও ছাও বলেছেন , বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হলো খাদ্য শস্যের দাম বৃদ্ধি । প্রাকৃতিক দুর্যোগের জন্য কৃষি উত্পাদন অস্থিতিশীল হলে দ্রব্যমূল্য আরো বাড়বে । এ বছর জ্বালানী সম্পদের মূল্যের সংস্কার হবে । পানি , প্রাকৃতিক গ্যাস ও হিটিং ব্যবস্থার পরিসেবার দামও বাড়বে । বর্তমানে আন্তর্জাতিক বাজারে তামা , এলুমিনিয়াম , রাসায়নিক সার ও রোল্ড ইসপাতের দাম বাড়ছে । চীন প্রতি বছর বিপুল পরিমান এ সব প্রাথমিক পন্য আমদানি করে ।

    লি সিয়াও ছাও বলেছেন , চীন সরকার অর্থনীতি উন্নয়নে আন্তর্জাতিক বাণিজ্যে আয় ও ব্যয়ের ভারসাম্যহীনতা , অর্থনীতির কাঠানোর অযোক্তিক উপাদান দূর করা ও জ্বালানী শক্তি সাশ্রয় সমস্যাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে । সরকার প্রধান প্রধান শিল্পের উপর সমষ্টিগত নিয়ন্ত্রন জোরদার করবে , অর্থনৈতিক কাঠামো আরো সামঞ্জস্যপূর্ণ করে তুলবে এবং অর্থনীতির অতি দ্রুত বৃদ্ধি ঠেকানোর ব্যবস্থা নেবে । তিনি বলেছেন , বর্তমানে অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত উন্নয়ন বজায় রয়েছে । বাণিজ্যে অনুকূল উদ্বৃত্ত থেকে সৃষ্ট অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ন্ত্রন করতে হবে । এ ছাড়া অর্থনীতির স্থিতিশীল ও দ্রুত বৃদ্ধি নিশ্চিত করার জন্য অর্থনৈতিক কাঠামো আরো যুক্তিযুক্ত করতে হবে । কেন্দ্রীয় সরকার সমষ্টিগত নিয়ন্ত্রনে ভারী শিল্পের প্রসার থেকে সৃষ্ট প্রবৃদ্ধি কমানোর ব্যবস্থা নেবে ।