সুরায়ুদ ছুলানন্ত ১৯৪৩ সালের ২৮ অগস্ট থাইল্যান্টের রাজধানী বাংককে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সাল থেকে তাঁর ৩৮ বছরের সামরিক জীবন শুরু করেছেন। তিনি প্রথম জীবনে পদাতিক ডিভিশন, কামান, অভ্যূথান দমন ও বিশেষ সৈন্য বাহিনীতে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি বিশেষ সৈন্য বাহিনীর সেনাপতি নির্বাচিত হন। ১৯৯৮ সালে তিনি দ্বিতীয় স্থল বাহিনী অঞ্চলের সেনাপতি থেকে স্থল বাহিনীর সেনাপতির পদে উঠেন। ২০০৩ সালে তিনি স্থল বাহিনীর সেনাপতির পদ থেকে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতির পদে নিযুক্ত হন।
২০০৩ সালের নভেম্বর মাসে তিনি প্রিভি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের অক্টোবর মাসে তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হন।
|