মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আলি আবাউল গেইট ১৯ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরকে দেয়া এক বিবৃতিতে দারফুর সমস্যায় সুদানের উপর নতুন শাস্তি না দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে গেইট বলেছেন, সুদান সরকার দারফুর এলাকায় জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তি-রক্ষী বাহিনীর দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত স্বাগত জানানো। নতুন হুমকি ও নতুন চাপ সৃষ্টি করা উচিত নয়।
গেইট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের প্রতি নতুন সিদ্ধান্ত গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন। যাতে আরো জটিল পরিস্থিতি এড়ানো যায়। তিনি বলেন, এখন দায়িত্ব হচ্ছে বিভিন্ন পক্ষের সম্পাদিত চুক্তি বাস্তবায়ন করা।
|