v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-20 18:33:43    
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক আবদুল্লাহ হাজি আহমাদ বাদাওয়ি

cri

    দাতুক আবদুল্লাহ হাজি আহমাদ বাদাওয়ি ১৯৩৯ সালের ২৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ইসলামী গবেষণার ওপর ডিগ্রী লাভ করেন। ১৯৬৯ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি পর পর গণ বিষয়ক ব্যুরোর সহকারী সচিব, জাতীয় নিরাপত্তা সুরক্ষা কমিশনের সহকারী সচিব ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

 

    বাদাওয়ি ১৯৬৫ সালে মালয়েশিয়ার জাতীয় ঐক্য সংস্থায় অংশ নেন। ১৯৭৯ সালে তিনি এ সংস্থার সর্বোচ্চ পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৮৪ সালে তিনি এ সংস্থার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০০ সালের মে মাসে তিনি এ সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হন। সেপ্টেম্বর মাসে তিনি শপথ গ্রহণ করেন।

    বাদাওয়ি ১৯৭৮ সালে কংগ্রেসের স্পীকার নির্বাচিত হন। এরপর তিনি পর পর প্রধানমন্ত্রী ভবনের দফতরবিহীন মন্ত্রী, প্রধানমন্ত্রী ভবনের মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করনে।

    ২০০৩ সালের ৩১ অক্টোবর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ পদ ত্যাগ করলে তিনি তখন মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ জানুয়ারী মন্ত্রীসভা পুনর্গঠনের পর, তিনি প্রধানমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২২ মার্চ ক্ষমতাসীন জোট গণ ফ্রন্ট নির্বাচনে বিজয়ী হয়। গণ ফ্রান্টের চেয়ারম্যান বাদাওয়ি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

    বাদাওয়ি একজন মুসলমান। তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ১৯৯২ এবং ১৯৯৭ সালে দু'বার চীন সফর করেন। ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। ২০০৪ সালের মে মাসে বাদাওয়ি চতুর্থবার চীন সফর করেন।

    তাঁর এক ছেলে এবং মেয়ে রয়েছে।