চীন ও পাকিস্তান ২০ এপ্রিল পেইচিংয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে, দু'দেশ শিক্ষা ও মানব সম্পদ ক্ষেত্রের আদান প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করবে।
বিবৃতিতে বলা হয়েছে, চীন পাকিস্তানের জন্য অর্থনৈতিক প্রশাসন, বাণিজ্যিক পুঁজি বিনিয়োগ, অর্থ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে ১৩০ জনকে প্রশিক্ষণ দেবে। তাছাড়া, চীন পাকিস্তানকে সাহায্য করে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। দু'দেশে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও বিশেষজ্ঞ পাঠানোর মাত্রা ত্বরান্বিত করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দু'দেশ পিকিং বিশ্ববিদ্যালয় ও সি ছুয়ান বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা স্বাগত জানায়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিদ্যালয় ও কূটনৈতিক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের কূটনৈতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠা স্বাগত জানায়।
তাছাড়াও, বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, দু'পক্ষ চলতি বছরের জুলাই মাসে চীন-পাকিস্তান যৌথ পুঁজি বিনিয়োগ কোম্পানি চালু করতে রাজী হয়েছে। দু'পক্ষ পরিসেবা বাণিজ্য আলোচনা প্রক্রিয়া দ্রুততর করবে। চীন-পাকিস্তান মুক্ত বাণিজ্য অঞ্চল মালামাল বাণিজ্যিক চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
|