পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ ১৯ এপ্রিল দক্ষিণ-পশ্চিম চীনের ছেং তু শহরে পৌঁছে, সি ছুয়ান দুইদিনব্যাপী সফর শুরু করেছেন।
সি ছুয়ান প্রদেশের গভর্নর চিয়াং চুফেং আজিজের সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি বলেছেন, সি ছুয়ান ও পাকিস্তানের মধ্যে আর্থ-বাণিজ্যিক যোগাযোগ খুব ঘনিষ্ঠ। বর্তমানে দু'দেশের মধ্যে ১৬টি বড় সহযোগিতামূলক প্রকল্প রয়েছে।
আজিজ বলেছেন, তার এবারের সফরের লক্ষ্য হচ্ছে সি ছুয়ান প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়নের অবস্থা জানা। যাতে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ত্বরান্বিত করা যায়।
পরে তিনি হাই নানে গিয়ে ২০ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বো আও এশিয়া ফোরাম--২০০৭ বার্ষিক সম্মেলনে অংশ নিবেন।
|