২০ এপ্রিল সকালে জাপানের সিনেটের এক পূর্ণাংগ অধিবেশনে " সাগর সংক্রান্ত মৌলিক আইন" ও " সামুদ্রিক স্থাপনার চারপাশে নিরাপদ জলসীমা রাখা সংক্রান্ত আইন" গৃহীত হয়েছে । এ দুটো আইন আগামী জুলাই মাসে কার্যকর হবে ।
যোগাযোগ মন্ত্রণালয় ও অর্থনীতি মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা সাগর সংক্রান্ত নীতিগুলোর একীকরণ বাস্তবায়নের জন্যে সাগর সংক্রান্ত আইন অনুসারে মন্ত্রিসভায় বহুমুখী সাগর সংক্রান্ত নীতি-নির্ধারণী সদর দফতর রাখা হবে । প্রধানমন্ত্রী এ সদর দফতরের প্রধান হবেন । তাছাড়া এ নতুন আইন অনুসারে সাগর সংক্রান্ত নীতি নির্ধারণী মন্ত্রী পদ রাখা হবে ।
|