১৮ এপ্রিল আয়োজিত চীনের রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী কমিটির একটি অধিবেশন থেকে জানা গেছে, অর্থনীতি ক্ষেত্রে আবির্ভূত নতুন সমস্যা মোকাবেলার জন্যে চীন যথোচিত ব্যবস্থা নেবে। যাতে অর্থনীতিতে অস্থিতিশীলতা এড়ানো যায়। অধিবেশনে চলতি বছরের প্রথম তিন মাসের চীনের অর্থনৈতিক অবস্থা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। অধিবেশনে মনে করা হয়েছে যে, মৌলিকভাবে বলতে গেলে চলতি বছরের শুরু থেকে এ পযর্ন্ত চীনের অর্থনৈতিক উন্নয়নের পরিস্থিতি ভাল। কিন্তু কিছু প্রকট দ্বন্দ্ব ও সমস্যাও বিরাজ করছে। এ সব সমস্যা হল, শস্যের বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধির ব্যাপারে বেশী ঝাঁমেলা দেখা দিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং বিষাক্ত গ্যাস নিষ্কাশনের কাজ কঠিন উঠেছে ।
অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে গ্রামাঞ্চল এবং কৃষকদের সুবিধা যোগানোর জন্যে চীন সরকার সক্রিয় পদক্ষেপ নেবে।
|